মায়ের তেল মালিশই শেষপর্যন্ত ছেলের মৃত্যু ডেকে আনল !
Last Updated:
জমাট বাঁধা রক্ত ওই ধমনীতে পৌঁছতেই ফুসফুসে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই যুবকের।
#নয়াদিল্লি: অল্প কোনও চোট-আঘাত পেলে ডাক্তারের কাছে প্রথমেই যাওয়ার বদলে বাড়িতেই ‘ফার্স্ট-এড’ বিষয়টা করে থাকি আমরা ৷ কিন্তু তার পরিণতি যে কোনও কোনও সময় ভয়ঙ্কর হতে পারে, তারই উদাহরণ হল রাজধানী দিল্লির একটি ঘটনা ৷ ব্যাডমিন্টন খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ২৩ বছরের এক যুবক ৷ প্রথমে স্থানীয় চিকিৎসকরা তাঁর পায়ে প্লাস্টার করে দেন ৷ কিন্তু তাতে সমস্যা আরও বাড়ে ৷ কারণ যুবকের পায়ে রক্ত জমাট বেঁধে যায় ৷ এর ফলে পায়ে ব্যথা ক্রমশই বাড়তে থাকে তার ৷ ছেলের যন্ত্রণা দেখে মা তাড়াতাড়ি ছেলের পায়ে তেল মালিশ করে দেন ৷ কিন্তু তাতেই হিতে বিপরীত হয় !
হ্যাঁ, এই তেল মালিশই ছেলের শেষপর্যন্ত মৃত্যু ডেকে আনল ৷ কারণ মালিশের অল্প কিছুক্ষণ পরেই আরও অসুস্থ বোধ করতে শুরু করেন ওই যুবক ৷ শুরু হয় শ্বাসকষ্ট ৷ এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এইমসে ৷ দেশের অন্যতম সেরা হাসপাতালে নিয়ে গিয়েও অবশ্য কোনও লাভ হয়নি ৷ কারণ চিকিৎসকরা ওই যুবককে শেষপর্যন্ত বাঁচাতে ব্যর্থ ৷ আর এই মৃত্যুর পিছনে পায়ে তেল মালিশকেই দায়ী করেছেন চিকিৎসকরা ৷ তার কারণ, তেল মালিশের ফলে পায়ে জমাট বাঁধা ওই রক্ত পায়ের শিরা থেকে উঠে হৃদপিণ্ড থেকে ফুসফুসে রক্তবহনকারী ধমনিতে পোঁছে যায়। জমাট বাঁধা রক্ত ওই ধমনীতে পৌঁছতেই ফুসফুসে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই যুবকের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2017 9:13 AM IST