গুয়াহাটি: বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বাংলায় আগুন লাগাতে এলে অসম, উত্তর পূর্ব ভারত সহ দেশের অন্যান্য অংশও জ্বলবে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেরই কড়া জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এ দিনের মন্তব্যকে অস্ত্র করে পাল্টা তাঁর বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা৷ পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি দিয়েছেন৷
advertisement
advertisement
বুধবার মেয়ো রোডের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ‘বাংলায় আগুন লাগানোর চেষ্টা করলে অসম, উত্তর পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, দিল্লি কোথাও আগুন থেমে থাকবে না। ক্ষমতা দখলের লড়াই করতে চাইছেন? আপনার চেয়ার টলমল করে দেব। আপনার দল আমাকে কতটা চেনে তা জানিনা। যতই ফান্ডিং করুন। ফান্ডিং এন্ডিং করে দেব।’
advertisement
दीदी, आपकी हिम्मत कैसे हुई असम को धमकाने की? हमें लाल आंखें मत दिखाइए। आपकी असफलता की राजनीति से भारत को जलाने की कोशिश भी मत कीजिए। आपको विभाजनकारी भाषा बोलना शोभा नहीं देता।
দিদি, আপনার এতো সাহস কীভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার… pic.twitter.com/k194lajS8s
মমতার এই মন্তব্যের জবাবেই এক্স হ্যান্ডেলে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ‘দিদি, আপনার এতো সাহস কীভাবে হল যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না।’
How dare Didi threaten the Northeast? I condemn such irresponsible remarks in the strongest terms. She must publicly apologize to the Northeast and the rest of the nation.@MamataOfficial Ji must immediately stop inciting violence and hatred with divisive politics. It is highly… pic.twitter.com/Wn8CtxqRgh
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-ও৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘উত্তর পূর্ব ভারতকে হুমকি দেওয়ার সাহস হয় কী করে দিদির? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কড়া সমালোচনা করছি৷ ওনার উচিত গোটা উত্তর পূর্ব ভারত এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া৷ ‘
এ দিনের সমাবেশ থেকে অসমে সম্প্রতি স্কুল ছাত্রীর গণধর্ষণের ঘটনারও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গণধর্ষণে অভিযুক্ত একজনকে এনকাউন্টার করে মারা হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷