Himant on Muhammad Yunus: উত্তরপূর্ব ভারত নিয়ে ইউনূসের মন্তব্যের তীব্র নিন্দা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের! বাংলাদেশকে খোঁচা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Himant on Muhammad Yunus: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।
গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। মুহাম্মদ ইউনূস চিনে বলেছিলেন, “ভারতের উত্তরপূর্বের ৭ রাজ্য স্থলবেষ্টিত, আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক।” হিমন্ত এই মন্তব্যকে অপমানজনক বলে অভিহিত করেন।
শুধু তাই নয়, ইউনূসের এই মন্তব্য যে ভারতের জন্য উস্কানিমূলক তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই ধরনের মন্তব্য হালকা ভাবে নেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস উত্তরপূর্ব ভারতের সেভেন সিস্টার (সাত রাজ্য) নিয়ে বলেছেন বাংলাদেশ দ্বারা স্থলবেষ্টিত এবং তারাই সমুদ্রের প্রধান অভিভাবক। এই মন্তব্য উস্কানিমূলক, তীব্র নিন্দা জানাচ্ছি।
advertisement
advertisement
The statement made by Md Younis of Bangladesh so called interim Government referring to the seven sister states of Northeast India as landlocked and positioning Bangladesh as their guardian of ocean access, is offensive and strongly condemnable. This remark underscores the…
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 1, 2025
advertisement
সেই সঙ্গে আরও বলেন, “ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব ভারতের যোগাযোগ স্থাপন করার জন্য চিকেন নেক ছাড়াও বিকল্প পথের সন্ধান করতে হবে”। পাশাপাশি তিনি ইউনূসের মন্তব্য নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুহাম্মদ ইউনূসের এরকম উস্কানিমূলক মন্তব্য হালকা ভাবে নিলে চলবে না, এর নেপথ্যে বৃহত্তর পরিকল্পনা থাকতে পারে”।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 7:31 PM IST