West Bengal news: মায়ের সঙ্গে সম্পর্কে থেকেই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতার চেষ্টা! নিউটাউনে টোটোচালক খুনে নয়া মোড়
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
West Bengal news: নিউটাউন টোটো চালক খুনের ঘটনায় পরিবারের অভিযোগ ছিল টোটো চালকের প্রেমিকা ও তাঁর স্বামীর বিরুধ্যে। সেই মতো তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু গোটা তদন্তের গতিপথ পাল্টে যায় সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পরে।
নিউটাউন টোটো চালক খুনের ঘটনায় পরিবারের অভিযোগ ছিল টোটো চালকের প্রেমিকা ও তাঁর স্বামীর বিরুধ্যে। সেই মতো তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু গোটা তদন্তের গতিপথ পাল্টে যায় সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পরে। নিউটাউন টোটোচালক খুনের ঘটনায় গ্রেফতার দুই নাবালকের ১৬ তারিখ পর্যন্ত হোম কাস্টিডির নির্দেশ দেয় জুভেনাইল আদালত। ১৬ তারিখ ফের আদালতে হাজির করানো হবে।
advertisement
advertisement
কী ভাবে খুন ?সূত্রের খবর প্রথমে হাতুড়ি দিয়ে পিছন থেকে মাথায় আঘাত করে, এর পর একের পর এক আঘাত করতে থাকে। হাতুড়ির পাশাপাশি আরও কোনও ধারালো অস্ত্র ছিল বলে সন্দেহ পুলিশের। এই দুই নাবালকের পক্ষে ওই লম্বা চওড়া ব্যক্তিকে কি খুন করা সম্ভব। নাকি এর পিছনে আরও কেউ জড়িত আছে। আগে থেকে কেউ কি ঘটনাস্থলে ছিল? এই সমস্ত বিষয় জানতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। প্রতীকী ছবি
advertisement
কেন খুন ?পুলিশ সূত্রে খবর এবং পরিবারের দাবি সুশান্ত ঘোষের সাথে মামনি নামে ওই মহিলার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। যে সূত্রে তার বাড়িতে যাতায়াত ছিল এবং এই মামনির এক মেয়ের সঙ্গেও সম্পর্ক তৈরী করতে চাইছিল সুশান্ত। মামনির মেয়ের প্রেমিক ছিল ধৃত নাবালক। সে গোটা বিষয়টি জানতে পারে। এবং সুশান্তর ব্যবহারে ওই নাবালকের আক্রোশ বাড়তে থাকে। এর পরই পরিকল্পনা মাফিক এই খুনের গোটা প্ল্যান করা হয়। প্রতীকী ছবি
advertisement
