Himachal Pradesh Rain: পরিস্থিতি আরও ভয়াবহ, হিমাচলে মৃত ৬০! দেখুন উদ্ধারকাজের রুদ্ধশ্বাস ভিডিও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার থেকে এখনও পর্যন্ত ভূমিধসের ফলে প্রায় ৬০ জন ব্যক্তির মৃত্যু হয়েছে৷
হিমাচল প্রদেশ: হিমাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টির ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে৷ সোমবার থেকেই প্রবল বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার থেকে এখনও পর্যন্ত ভূমিধসের ফলে প্রায় ৬০ জন ব্যক্তির মৃত্যু হয়েছে৷ সিমলার কৃষ্ণ নগরে ধস নামার কারণে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
কৃষ্ণ নগরে এই ধসের কারণ প্রায় আটটি বাড়ি ক্ষতিগ্রস্থ৷ পাশাপাশি প্রায় ধ্বংসের কবলে ৬টি অস্থায়ী কাঠামো৷ কঠিন এই পরিস্থিতিতে শুরু হয়ে গিয়েছে উদ্ধারকার্যও৷
advertisement
প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে সাত বছর আগে নির্মিত শেলটার হোমও ভূমিধসের কবলে। আবহাওয়ার জন্য বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ৷ হিমাচল প্রদেশের পরিস্থিতির কারণে কালকা-শমিলা রেললাইনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্র্যাকের ৭-৮ টি জায়গায় ভয়ঙ্করভাবে বিপর্যস্ত।
advertisement
#WATCH | Rescue operation underway in flood affected areas of Himachal Pradesh by IAF helicopters.
(Source: lndian Air Force) pic.twitter.com/AinHin8dtg
— ANI (@ANI) August 16, 2023
হিমাচল প্রদেশের সোলানে মেঘভাঙা বৃষ্টি এবং সিমলায় শিব মন্দির ধসে ৪৮ ঘণ্টার মধ্যে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার ফাগলিতে ভূমিধসের ফলে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: হিমাচল-উত্তরাখণ্ডে কেন হচ্ছে বিধ্বংসী বৃষ্টি? সামনে এল আসল কারণ, বৃষ্টি-ধসে মৃতের সংখ্যা ছাড়াল ৬০
সিমলায় ভেঙে পড়েছে প্রচুর গাছ, গত তিন দিন ধরে বহু এলাকা বিদ্যুৎহীন। খালিনীতে গাছ পড়ে বহু যানবাহন ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী সুখু বিদ্যুৎ, জল সরবরাহ প্রকল্পগুলি পুনরুদ্ধারের জন্য একটি বৈঠক করেছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 2:38 PM IST