#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
নিজের মনের কথা শুনে চলা প্রয়োজন। আবাগেকে গুরুত্ব দেওয়া যেতে পারে। যে কোনও প্রতিযোগিতায় সাফল্য আসতে পারে।
শুভ রঙ: নীল
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১ এবং ৫
দান: অনুগ্রহ করে দরিদ্রদের কলা দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
পেশাগত জীবনে প্রচুর কাজ করতে হবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির দিকে নজর রাখা দরকার।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২ এবং ৬
দান: অনুগ্রহ করে মন্দিরে নারকেল দান করুন
আরও পড়ুন- কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! মদ্যপান করে স্ত্রীকে অশ্রাব্য গালাগালি, ছুঁড়ে মারলেন প্যান
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
বৃহস্পতি বা গুরুকে ভাল রাখার জন্য কলা গাছে চিনির জল নিবেদন করতে হবে। শত্রুরা বিরাট কোনও ক্ষতি করতে পারবে না।
শুভ রঙ: বাদামি
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ এবং ১
দান: অনুগ্রহ করে আশ্রমে গম দান করুন
সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর্থিক ও বিপণন কৌশলগুলি কাজে লাগিয়ে লাভ করতে হবে।
শুভ রঙ: নীল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে দরিদ্রদের সবুজ শস্য দান করুন
আরও পড়ুন - Weather update: শেষ স্পেলে ভালই ব্যাটিং করছে শীত, আগামী ২৪ ঘণ্টা হাতের কাছেই থাকুক জ্যাকেট কিংবা সোয়েটার
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
ভ্রমণ, আনন্দ, কেনাকাটা, পার্টি বা উদযাপনে ব্যয় করার জন্য সময়কে কাজে লাগান যেতে পারে।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে শিশুদের সবুজ গাছপালা দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
আবেগপ্রবণতা এড়িয়ে চলা দরকার, এতে ক্ষতির আশঙ্কা। উচ্চশিক্ষা, নতুন বাড়ি, চাকরি, নতুন সম্পর্ক, অর্থলাভ, ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা রয়েছে।
শুভ রঙ: আকাশি
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬ এবং ২
দান: অনুগ্রহ করে শিশুদের নীল পেনসিল বা কলম দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
পুরনো অমীমাংসিত উৎস থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা।
শুভ রঙ: কমলা এবং সবুজ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে অনাথাশ্রমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনও সমস্যার সমাধান করে দিতে পারে।
শুভ রঙ: নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে এতিমখানায় সরিষার তেল দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
সকালে ধ্যান করা প্রয়োজন। ঘর থেকে বেরনোর আগে ব্যক্তিগত ঘরোয়া সমস্যা সমাধান করে ফেলা দরকার।
শুভ রঙ: বাদামি
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৬ এবং ৯
দান: অনুগ্রহ করে দরিদ্রদের টোম্যাটো দান করুন
Keywords: Numerology, Numerology Suggestions, Numerology Suggestions 5 February 2023, Numerology 5 February 2023, Daily Numerology Prediction
Written by: MIHIR SUR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Numerology