সমস্ত সেতুতে নিষিদ্ধ ভারি যান চলাচল, ব্রিজ বিপর্যয়ের তদন্তে হাইপাওয়ার্ড কমিটি গঠন মুখ্যমন্ত্রীর
Last Updated:
এই অবস্থায় ব্রিজগুলির রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সেতুতে নিষিদ্ধ হচ্ছে ভারি যান চলাচল। তৈরি হচ্ছে একাধিক মনিটারিং কমিটি।
#কলকাতা: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের তদন্ত করতে মুখ্যসচিবের নেতৃত্বে হাইপাওয়ার্ড কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। ৭-৮দিনের মধ্যেই তারা রিপোর্ট দেবে। নবান্নে বৈঠকের পর জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, দোষী যেই হোক, কড়া ব্যবস্থা নেওয়া হবে।
মাঝেরহাট সেতুতে দুর্ঘটনার পর বহু প্রশ্ন। বহু আশংকা। শহরের অন্য ব্রিজের হাল নিয়েও সংশয় বাড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন নিত্যযাত্রীরা। এই অবস্থায় ব্রিজগুলির রক্ষণাবেক্ষণে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সেতুতে নিষিদ্ধ হচ্ছে ভারি যান চলাচল। তৈরি হচ্ছে একাধিক মনিটারিং কমিটি।
advertisement
advertisement
মাঝেরহাট ব্রিজ কেন ভেঙে পড়ল? দুর্ঘটনার দায় কার? এ নিয়ে চাপানউতোর তুঙ্গে। এই পরিস্থিতিতে, বৃহস্পতিবার নবান্নয় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের নেতৃত্বে গড়ে দেন উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকাই খতিয়ে দেখা হবে। গাফিলতি যারই হোক, রেয়াত করা হবে না।
advertisement
কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার লাইফলাইন মাঝেরহাট ব্রিজ। এরকম গুরুত্বপূর্ণ ব্রিজ ফের কবে চালু হবে? ব্রিজের ভাঙা অংশ কি নতুন করে তৈরি করা হবে? না কি মেরামতি করেই চালু করা যাবে? এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেবে রাজ্য সরকার।
advertisement
রাজ্যের সমস্ত ব্রিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে এবং মেরামতির জন্য একাধিক দাওয়াইও এ দিন দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2018 7:34 PM IST