হাড়হিম করা ঘটনা! ওড়িশায় মৌমাছির কামড় খেয়ে মৃত্যু গ্রামবাসীর
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
রবিবার ওড়িশার নবরঙ্গপুর জেলায় বাড়ি ফেরার পথে মৌমাছির কামড় খেয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির
#ওড়িশা: একটি হৃদয় বিদারক ঘটনা! ধেয়ে এসেছিল মৌমাছির দল। রবিবার ওড়িশার নবরঙ্গপুর জেলায় বাড়ি ফেরার পথে মৌমাছির কামড় খেয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
উসুরিপদর গ্রামের বাসিন্দা যুধিষ্ঠির আমনাটায়া ধানের স্তূপ থেকে ধান সংগ্রহ করার পর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এই সময় গ্রামের জঙ্গল থেকে মৌমাছির একটি ঝাঁক তাঁকে আক্রমণ করে। যুধিষ্ঠির যথাসাধ্য চেষ্টা করে মৌমাছির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেন। বাড়িতে পৌঁছানোর পরপরই তাঁর পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত, তিনি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর আগেই মৃত হয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন : অমিতাভের খুদে ভক্ত! সুপারস্টারের বাড়ির নিরাপত্তা বলয় টপকে পায়ে লুটিয়ে পড়ে কী চায় বলতে সে?
advertisement
অসংখ্য মৌমাছির কামড়ে ওই ব্যক্তির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে আরও খারাপ হয় অবস্থা। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৌমাছির আক্রমণে যুধিষ্ঠিরের মৃত্যুর পর উসুরিপদর গ্রামে শোকের ছায়া নেমে আসে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 7:22 PM IST