Millets: খেলেই বিপদ! তাই ময়দার পরিবর্তে খান ‘এই’ ফসল, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
জামুই জেলার গিধৌরে একটি বাজরা মেলার আয়োজন করা হচ্ছে। যে মেলায় বিভিন্ন ধরনের মোটা দানার শস্যের প্রদর্শনী করে বাজরার উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
জোয়ার, বাজরা, রাগির মতো মোটা দানার শস্যের ব্যবহার এবং ফলন বৃদ্ধির সুফল সম্পর্কে জনসাধারণকে ইতিমধ্যেই সচেতন করা হচ্ছে। বিহারের জামুই জেলায় মিলেনিয়াম স্টার ফাউন্ডেশন নামে একটি সংস্থা এই অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। নেহরু যুব ক্লাবের সঙ্গে মিলে একটি মিলেট মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলায় মোটা দানার শস্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া প্রদান করা হচ্ছে।
এর প্রথম পর্যায়ে জামুই জেলার গিধৌরে একটি বাজরা মেলার আয়োজন করা হচ্ছে। যে মেলায় বিভিন্ন ধরনের মোটা দানার শস্যের প্রদর্শনী করে বাজরার উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সংগঠনের সভাপতি সুশান্ত সাই সুন্দরম এবং জেলা সভাপতি অভিষেক কুমার ঝা জানিয়েছেন যে, মোটা দানার শস্য খেলে নানা রকম রোগ এড়ানো সম্ভব। সেই সঙ্গে তিনি আরও বলেন যে, জামুইয়ের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মোটা দানার ফলন খুব ভাল হতে পারে।
advertisement
advertisement
এই মেলার মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। আসলে বর্তমানে সাদা আটার তৈরি খাদ্যপণ্যের দিকে বেশি মাত্রায় ঝুঁকছে মানুষ। তবে অনেকেই হয়তো জানেন না যে, এই সাদা আটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকী এটা হজম শক্তির উপরেও প্রভাব ফেলে। অথচ জোয়ার, বাজরা, ভুট্টা, গম ইত্যাদির মতো মোটা দানার শস্য কিন্তু হজমশক্তির উন্নতি সাধন করে। আর আমাদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।
advertisement
পরিপাক তন্ত্র দুর্বল হয়ে যাওয়ার পিছনে ফাস্ট ফুডকেও দায়ী করেছেন সংস্থার সভাপতি সুশান্ত সাই সুন্দরম। তাঁর কথায়, “আগেকার দিনে মানুষ বেশি পরিমাণে গম, বাজরা ইত্যাদি খাদ্যশস্যই খেতেন। ফলে তাদের হজমশক্তি আমাদের তুলনায় অনেক ভাল ছিল। এখানেই শেষ নয়, আগেকার মানুষদের গড় আয়ুও আমাদের থেকে বেশি হত।তবে আজকালকার যুগে ফাস্ট ফুড কিংবা জাঙ্ক ফুডের দিকে ঝুঁকছে বেশির ভাগ মানুষ। যার জেরে পরিপাক তন্ত্র তো দুর্বল হচ্ছেই, সেই সঙ্গে কমে আসছে গড় আয়ুও। আসলে মানুষ অর্থকরী ফসলের পিছনে ছুটতে গিয়ে মোটা দানার শস্যের চাষ বন্ধ করে দিচ্ছে। যা একেবারেই ঠিক নয়।” তাই গিধৌরের পাশাপাশি আগামী দিনে ওই জেলার বিভিন্ন ব্লকে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 9:05 PM IST

