অটলজির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও দিনে দিনে বাজপেয়ীর অনুরাগী হয়েছেন তিনি

Last Updated:

অটলজির সঙ্গে তাঁর দেখা হয়েছিল প্রতিবারেই তিনি অটলজির আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন

#লখনউ: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ইতিমধ্যেই চোখের জলে বিদায় জানিয়েছে গোটা দেশ ৷ তাঁর সম্বন্ধে অনেক অজানা কথাই উঠে এসেছে বারেবারে ৷ সেই রকমেরই এমন এক কথা এবার এসেছে প্রকাশ্যে ৷ প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিরুদ্ধে ১৯৬২ সালে লখনউ আসনে প্রার্থী হয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জগদীশ গান্ধি ৷
বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জগদীশ গান্ধি বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জগদীশ গান্ধি
advertisement
advertisement
নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দী ছিলেন তাঁরা সেই সূত্রে বাজপেয়ীর বিরুদ্ধে বলেছিলেন একাধিক কথা ৷ তবে নির্বাচনের পরে যখন প্রথমবার অটলজির সঙ্গে দেখা হয়েছিল তখন অটলজি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেমন আছেন ? সে কথা আজও মনে পড়ে ৷ তারপর থেকে বহুবার অটলজির সঙ্গে তাঁর দেখা হয়েছিল প্রতিবারেই তিনি অটলজির আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন ৷
advertisement
১৯৯৯ সালের ৯ অগাস্ট তাঁর স্কুলের এক অনুষ্ঠানে অটলজি অংশ নিয়েছিলেন ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এমন বক্তব্য রেখেছিলেন অটলজি যা আজও তাঁর কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে ৷ ডঃ গান্ধি জানিয়েছেন এমন বিশাল ব্যক্তিত্বের মানুষ তিনি আগে দুটো দেখেননি ৷ প্রবল অনুশাসন ও তিনি আগে দেখেননি ৷ তাঁরই প্রিয় মানুষের প্রয়াণ মনেপ্রাণে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না ৷ অটলজির প্রয়াণে তিনি ২ মিনিটের নীরবতা পালন করেছেন ৷ এখন তিনি বিষাদে ভুগছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অটলজির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও দিনে দিনে বাজপেয়ীর অনুরাগী হয়েছেন তিনি
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement