অটলজির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও দিনে দিনে বাজপেয়ীর অনুরাগী হয়েছেন তিনি

অটল বিহারী বাজপেয়ী ৷ ফাইল ছবি ৷

অটল বিহারী বাজপেয়ী ৷ ফাইল ছবি ৷

অটলজির সঙ্গে তাঁর দেখা হয়েছিল প্রতিবারেই তিনি অটলজির আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন

  • Last Updated :
  • Share this:

    #লখনউ: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ইতিমধ্যেই চোখের জলে বিদায় জানিয়েছে গোটা দেশ ৷ তাঁর সম্বন্ধে অনেক অজানা কথাই উঠে এসেছে বারেবারে ৷ সেই রকমেরই এমন এক কথা এবার এসেছে প্রকাশ্যে ৷ প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিরুদ্ধে ১৯৬২ সালে লখনউ আসনে প্রার্থী হয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জগদীশ গান্ধি ৷

    বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জগদীশ গান্ধি বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জগদীশ গান্ধি

    আরও পড়ুন সির্ফ খেল হি নেহি, দিল ভি জিতকে আনা, সৌরভকে এই মন্ত্রই কানে দিয়েছিলেন বাজপেয়ী

    নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দী ছিলেন তাঁরা সেই সূত্রে বাজপেয়ীর বিরুদ্ধে বলেছিলেন একাধিক কথা ৷ তবে নির্বাচনের পরে যখন প্রথমবার অটলজির সঙ্গে দেখা হয়েছিল তখন অটলজি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেমন আছেন ? সে কথা আজও মনে পড়ে ৷ তারপর থেকে বহুবার অটলজির সঙ্গে তাঁর দেখা হয়েছিল প্রতিবারেই তিনি অটলজির আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন ৷

    আরও পড়ুন Atal Bihari Vajpayee : সেদিন আডবাণীর মুখে নিজের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে যা বলেছিলেন অটলজি . . .

    ১৯৯৯ সালের ৯ অগাস্ট তাঁর স্কুলের এক অনুষ্ঠানে অটলজি অংশ নিয়েছিলেন ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এমন বক্তব্য রেখেছিলেন অটলজি যা আজও তাঁর কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে ৷ ডঃ গান্ধি জানিয়েছেন এমন বিশাল ব্যক্তিত্বের মানুষ তিনি আগে দুটো দেখেননি ৷ প্রবল অনুশাসন ও তিনি আগে দেখেননি ৷ তাঁরই প্রিয় মানুষের প্রয়াণ মনেপ্রাণে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না ৷ অটলজির প্রয়াণে তিনি ২ মিনিটের নীরবতা পালন করেছেন ৷ এখন তিনি বিষাদে ভুগছেন ৷

    First published:

    Tags: Atal Bihari Vajpayee, Dr.Jagdish Gandhi, Humanity, Inspiration, Love, Respect