#লখনউ: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ইতিমধ্যেই চোখের জলে বিদায় জানিয়েছে গোটা দেশ ৷ তাঁর সম্বন্ধে অনেক অজানা কথাই উঠে এসেছে বারেবারে ৷ সেই রকমেরই এমন এক কথা এবার এসেছে প্রকাশ্যে ৷ প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিরুদ্ধে ১৯৬২ সালে লখনউ আসনে প্রার্থী হয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ জগদীশ গান্ধি ৷
আরও পড়ুন সির্ফ খেল হি নেহি, দিল ভি জিতকে আনা, সৌরভকে এই মন্ত্রই কানে দিয়েছিলেন বাজপেয়ী
নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দী ছিলেন তাঁরা সেই সূত্রে বাজপেয়ীর বিরুদ্ধে বলেছিলেন একাধিক কথা ৷ তবে নির্বাচনের পরে যখন প্রথমবার অটলজির সঙ্গে দেখা হয়েছিল তখন অটলজি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেমন আছেন ? সে কথা আজও মনে পড়ে ৷ তারপর থেকে বহুবার অটলজির সঙ্গে তাঁর দেখা হয়েছিল প্রতিবারেই তিনি অটলজির আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন ৷
আরও পড়ুন Atal Bihari Vajpayee : সেদিন আডবাণীর মুখে নিজের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে যা বলেছিলেন অটলজি . . .
১৯৯৯ সালের ৯ অগাস্ট তাঁর স্কুলের এক অনুষ্ঠানে অটলজি অংশ নিয়েছিলেন ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এমন বক্তব্য রেখেছিলেন অটলজি যা আজও তাঁর কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে ৷ ডঃ গান্ধি জানিয়েছেন এমন বিশাল ব্যক্তিত্বের মানুষ তিনি আগে দুটো দেখেননি ৷ প্রবল অনুশাসন ও তিনি আগে দেখেননি ৷ তাঁরই প্রিয় মানুষের প্রয়াণ মনেপ্রাণে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না ৷ অটলজির প্রয়াণে তিনি ২ মিনিটের নীরবতা পালন করেছেন ৷ এখন তিনি বিষাদে ভুগছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Atal Bihari Vajpayee, Dr.Jagdish Gandhi, Humanity, Inspiration, Love, Respect