Atal Bihari Vajpayee : সেদিন আডবাণীর মুখে নিজের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে যা বলেছিলেন অটলজি . . .
Last Updated:
এমন এক মহান নেতার প্রয়াণে শোকের ছায়ায় অন্ধকার গোটা দেশ, শোকে বিহ্বল মানবতা
#নয়াদিল্লি: ১৯৯৬ লোকসভা নির্বাচনের আগে মুম্বইয়ের শিবাজি পার্কে বিজেপির এক রুদ্ধদার বৈঠকে লালকৃষ্ণ আডবাণী ঘোষণা করেছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে নেতৃত্বে থাকবেন অটলজি ৷ এই কথা শুনতে পেয়েই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্চর্য হয়েছিলেন আডবাণীর এই একতরফা সিদ্ধান্তে ৷
প্রকৃত ভদ্র স্বভাবের, সুবক্তা, দক্ষ প্রশাসক, পরিমিত কথায় যিনি পারদর্শী, বিরোধীদের শ্রদ্ধার পাত্র ৷ বহুদিন ধরে একাধিক জটিল রোগের শিকার ছিলেন তিনি ৷ কোনও দিনও পরিস্থিতির কাছে না হার মানা বাজপেয়ীজিও গতকাল হার মানলেন মৃত্যু কাছে ৷ বিকেল ৫.০৫ মিনিটে কয়েক দশকের লড়াইয়ের অবসান হয়েছে ৷ দীর্ঘ রোগভোগের পরে দিল্লির এইমসে শে, নিঃশ্বাস ত্যাগ করেছেন সবার প্রিয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ৷
advertisement
তিনিই প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি জোট সরকারের মেয়াদ পূর্ণ করেছিলেন ৷ তিনি সংসদে বাক সংযোম দেখিয়েছিলেন ৷ হবহু আনকোরাকে রাজনীতির পাঠ পড়িয়েছিলেন ৷ রাডনীতির বাইরের তাঁর ব্যাপ্তি ছিল আসমুদ্র হিমাচল ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের সময়ে বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষা করেছিলেন তিনি ৷ তাঁর প্রয়াণে সারা দেশের সঙ্গে সারা পৃথিবী শোকাহত ৷ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শোকবার্তা ৷ এমন এক মহান নেতার প্রয়াণে শোকের ছায়ায় অন্ধকার গোটা দেশ, শোকে বিহ্বল মানবতা ৷
advertisement
Location :
First Published :
August 17, 2018 1:09 PM IST