Budget 2021: ‘স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কারই ছিল প্রধান লক্ষ্য,’ বললেন অর্থমন্ত্রী

Last Updated:

CNN News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরও জোরদারভাবে সেই দাবিই করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ তাঁর যুক্তি, এই মুহূর্তে শুধু হাসপাতাল তৈরি নয়, দরকার স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার ৷

#দিল্লি: করোনাকালে বাজেট কেমন হবে? স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়বে কিনা, তা নিয়ে জল্পনা চলছিল আগে থেকেই। এ বারের বাজেটে স্বাস্থ্যে যে বিপুল বরাদ্দ হবে তা একপ্রকার সকলেই অনুমান করেছিলেন । বাজেটে বারবার স্বাস্থ্যক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের কথা বলা হয়েছিল । CNN News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরও জোরদারভাবে সেই দাবিই করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ তাঁর যুক্তি, এই মুহূর্তে শুধু হাসপাতাল তৈরি নয়, দরকার স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার ৷
এ বারের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রায় ১৩৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে । ২০২১-২২ অর্থবর্ষে স্বাস্থ্য খাতে ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্র। গত বছর বাজেটে দেশের স্বাস্থ্য ক্ষেত্রে ৯৪ হাজার ৪৫২ কোটি টাকা বরাদ্দ করেছিলেন নির্মলা। যা কিনা দেশের স্বাস্থ্য ক্ষেত্রে বৃদ্ধির মাত্র ১.৩ শতাংশ। অতিমারীতে সেই পথে আর দ্বিতীয়বার হাঁটেননি সীতারমণ ।
advertisement
advertisement
করোনার টিকাকরণের জন্য ৩৫ হাজার কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি ৬৪ হাজার ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য যোজনার জন্য। এই টাকা আগামী ৬ বছরে খরচ করবে কেন্দ্র । যার আওতায় থাকবে পাবলিক হেলথ ইউনিট, ইমার্জেন্সি ইউনিট, পুষ্টি জোগানোর প্রকল্প, তিন ধাপে স্বাস্থ্যসেবা ব্যবস্থা, জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বিকাশ, নতুন রোগগুলির সনাক্তকরণ ও নিরাময়ের জন্য নতুন প্রতিষ্ঠান তৈরি। যার জন্য উপকৃত হবে ৬০২ টি জেলা। পুষ্টির প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে ১১২টি জেলায়।
advertisement
পাশাপাশি, জাতীয় রোগ নিয়ন্ত্রণে কেন্দ্রের ক্ষমতা বাড়ানোর জন্য ১৫টি নতুন জরুরি স্বাস্থ্যপরিষেবা কেন্দ্র তৈরি করবে সরকার। তা ছাড়া সুস্বাস্থ্যের জন্য ২২ হাজার কোটি টাকা বায়ুদূষণ নিয়ন্ত্রণে বরাদ্দ করা হয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’র জন্য একটি স্থানীয় গবেষণাকেন্দ্র তৈরি করা হবে ।
বাংলা খবর/ খবর/দেশ/
Budget 2021: ‘স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কারই ছিল প্রধান লক্ষ্য,’ বললেন অর্থমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement