হাতরসে অবশেষে গ্রামে ঢুকল মিডিয়া, ধর্ষকদের সঙ্গে SIT-র যোগ, গুরুতর অভিযোগ ধর্ষিতার পরিবারের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সিবিআই তদন্তও চান না পরিবার৷ তাঁদের একটাই দাবি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাই৷
#হাতরস: দেশজুড়ে তীব্র নিন্দা ও বিভিন্ন মহলের চাপে অবশেষে উত্তরপ্রদেশের হাতরসে ধর্ষিত যুবতীর বাড়ির সামনের ব্যারিকেড তুলল উত্তরপ্রদেশ পুলিশ৷ ধর্ষিতার পরিবারের সঙ্গে কথা বলতে গ্রামে ঢোকার অনুমতি দেওয়া হল সংবাদমাধ্যমকে৷
সংবাদমাধ্যমের কাছে ধর্ষিতার পরিবার জানালেন, তাঁরা চান তাঁদের মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত হোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে৷ একই সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে বলেও গুরুতর অভিযোগ করেন তাঁরা৷ তাঁদের ফোন কেড়ে নিয়েছে জেলা প্রশাসন৷ এমনকী সিবিআই তদন্তও চান না পরিবার৷ তাঁদের একটাই দাবি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাই৷
advertisement
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হাতরস সদরের এসডিএম প্রেম প্রকাশ মীনা৷ তাঁর বক্তব্য, 'মোবাইল ফোন কেড়ে নেওয়া সহ প্রশাসনের বিরুদ্ধে পরিবারের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন৷'
advertisement
উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় লাল্লুর অভিযোগ, তাঁকে পুলিশ হাউস অ্যারেস্ট করে রেখেছে৷ তাঁর কথায়, 'আমাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে৷ রাজ্য সরকার কী লুকনোর চেষ্টা করছে? আজ উত্তরপ্রদেশের মহিলাদের নিরাপত্তা নেই৷ গোটা রাজ্যে আইনশৃঙ্খলা নেই৷'
advertisement
यूपी सरकार नैतिक रूप से भ्रष्ट है। पीड़िता को इलाज नहीं मिला, समय पर शिकायत नहीं लिखी, शव को जबरदस्ती जलाया, परिवार कैद में है, उन्हें दबाया जा रहा है - अब उन्हें धमकी दी जा रही कि नार्को टेस्ट होगा। ये व्यवहार देश को मँजूर नहीं। पीड़िता के परिवार को धमकाना बंद कीजिए।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 3, 2020
advertisement
আজ অর্থাত্ শনিবার ফের হাতরসে ধর্ষিতার গ্রামে ঢোকার চেষ্টা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ রাহুলের সঙ্গে থাকবেন ৪০ থেকে ৫০ জন কংগ্রেস সাংসদ৷ থাকবেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও৷ গত বৃহস্পতিবার রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ওই গ্রামে ঢোকার চেষ্টা করেছিলেন৷ কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের আটক করে ও এসকর্ট করে দিল্লি পাঠিয়ে দেয়৷
advertisement
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ অন্যদিকে হাতরসের গ্রামের তথাকথিত সমাজের উচ্চশ্রেণির সদস্য নিয়ে গঠিত পঞ্চায়েত অভিযুক্ত ধর্ষকদেরই পক্ষে দাঁড়িয়েছে৷ একই সঙ্গে এই অপরাধের সিবিআই তদন্তেরও দাবি করা হয়েছে৷
উত্তরপ্রদেশে সরকার ও পুলিশের সমালোচনা করেছেন বিজেপি নেত্রী উমা ভারতীও৷ তিনি উত্তরপ্রদেশ সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনুরোধ জানিয়েছেন, হাতরসের ওই গ্রামে সাংবাদিক ও রাজনীতিবিদদে ঢুকতে দেওয়া হোক৷ তাঁদের ধর্ষিত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2020 11:42 AM IST