Hathras stampede: ভক্তদের কী দেওয়া হত বাবার সৎসঙ্গে, কীসের আশায় ভিড়? পলাতক হাথরসের ধর্মগুরু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঙ্গলবারও সৎসঙ্গে আশেপাশের গ্রাম এমন কি অন্যান্য রাজ্য থেকেও বাবার ভক্তরা ভিড় জমিয়েছিলেন৷ সৎসঙ্গগুলিতে ভক্তদের খাওয়া দাওয়ার আয়োজন করতেন বাবার অনুগামীরাই৷
হাথরস: উত্তর প্রদেশের হাথরসে সৎসঙ্গে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬৷ মৃতদের মধ্যে রয়েছে সাতটি শিশুও৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে ওই সৎসঙ্গের অনুষ্ঠানে প্রায় ৮০ হাজার মানুষের ভিড় হয়েছিল৷ অতিরিক্ত ভিড়ের কারণেই হুড়োহুড়ি শুরু হওয়ায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে৷ প্রাথমিক ভাবে এমনই জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ৷
উত্তর প্রদেশ সহ দিল্লি, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলিতে বহু দিন ধরে জনপ্রিয় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে বিশ্ব হরি৷ হাথরস, আলিগড়ের বিভিন্ন জায়গায় প্রত্যেক মঙ্গলবার এমন সৎসঙ্গের আয়োজন করতেন তাঁর অনুগামীরা৷ সেখানে উপস্থিত থাকতেন ওই ধর্মগুরু৷
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রায় ২৬ বছর আগে সরকারি চাকরি ছেডে় ধর্মগুরু হিসেবে প্রচার শুরু করেন ভোলে বাবা ওরফে বিশ্ব হরি৷ তাঁর এই সৎসঙ্গগুলিতে ভক্তদের একটি বিশেষ জল দেওয়া হত৷ বাবার দাবি ছিল, এই জল পান করলেই ভক্তদের যাবতীয় সমস্যার সমাধান হবে৷ স্থানীয়রা বলছেন, এই জল পাওয়ার আশাতেই বাবার আয়োজিত সৎসঙ্গে এত বিপুল সংখ্যক মানুষের ভিড় হত৷ মঙ্গলবার যার পরিণাম দাঁড়াল মর্মান্তিক৷
advertisement
মঙ্গলবারও সৎসঙ্গে আশেপাশের গ্রাম এমন কি অন্যান্য রাজ্য থেকেও বাবার ভক্তরা ভিড় জমিয়েছিলেন৷ সৎসঙ্গগুলিতে ভক্তদের খাওয়া দাওয়ার আয়োজন করতেন বাবার অনুগামীরাই৷ এ দিন সৎসঙ্গ শেষ হতেই হুড়োহুড়ি করে একসঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করেন মানুষ৷ তখনই একজনের উপরে আর একজন পড়ে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে৷ পুলিশকর্মীর সংখ্যা কম থাকায় এবং পরিকল্পনাহীন ভাবে অনুষ্ঠান আয়োজন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 9:53 PM IST