Haryana: অর্থবর্ষের শেষ দিন, তাই ইদ-উল-ফিতর-কে 'সীমিত' ছুটি ঘোষণা করল হরিয়ানা সরকার, 'এই নিয়ে কোনও রাজনীতি নয়' আবেদন মুখ্যমন্ত্রীর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চলতি বছর ইদ-উল-ফিতর পড়েছে ৩১ মার্চ যা চলতি অর্থবর্ষের শেষদিন। হরিয়ানা সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, যেহুতু এইবছর ইদ-উল-ফিতর ৩১ মার্চ পড়েছে, তাই সেটি সীমিত ছুটি হবে, গেজেটেড ছুটি নয়
হরিয়ানা: চলতি বছর ইদ-উল-ফিতর পড়েছে ৩১ মার্চ যা চলতি অর্থবর্ষের শেষদিন। হরিয়ানা সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, যেহুতু এইবছর ইদ-উল-ফিতর ৩১ মার্চ পড়েছে, তাই সেটি ‘সীমিত’ ছুটি হবে, ‘গেজেটেড’ ছুটি নয়।
সীমিত ছুটি মানে সরকারি কর্মচারীরা নিজের ইচ্ছা অনুযায়ী ওই দিন ছুটি নিতে পারেন। যাঁরা ওইদিন ছুটি নেবেন, তাঁরা সম্পূর্ণ বেতন পাবেন। গেজেটেড ছুটির অর্থ, সেদিন সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে। গেজেটেড ছুটি বাধ্যতামূলক সরকারি ছুটি, যেখানে সীমিত ছুটি ঐচ্ছিক।
হরিয়ানা সরকারের মানব সম্পদ বিভাগের তরফে জানানো হয়েছে, মুসলিমদের উৎসব ইদ-উল-ফিতরকে সীমিত ছুটি হিসেবে পালন করা হবে, কারণ ২৯ মার্চ ও ৩০ মার্চ সপ্তাহান্তের ছুটির দিন এবং ৩১ মার্চ ২০২৪-২৫ অর্থবর্ষের সমাপ্তির দিন।
advertisement
advertisement
কংগ্রেস নেতা এবং NUH-র বিধায়ক আফতাব আহমেদ blen, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত শাসক দল ভারতীয় জনতা পার্টির ‘মানসিকতাকে উন্মোচিত করেছে।’ ANI-র খবর, মুখ্যমন্ত্রী নায়াব সিং সৈনী বলেছেন, এই উপলক্ষকে সীমিত ছুটি করার বিষয়টি নিয়ে ‘কোনও ইস্যু করা উচিত নয়’। তিনি বলেন, ” এই প্রথম পর পর তিনটে ছুটি অর্থবর্ষের শেষে এসে পড়েছে। অর্থবছরের শেষে বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে, তাই আমরা ইদ-উল-ফিতরকে সীমিত ছুটি হিসেবে ঘোষণা করেছি। কেউ যদি ছুটি নিতে চান, তাতে কোনও বাধা নেই…এই নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 5:22 PM IST