Haryana Assembly Polls: হরিয়াণা ভোটে কি কংগ্রেসের টিকিট পাচ্ছেন ফোগত? রাহুল গান্ধির হাতে হাত রেখে ছবি, জোর জল্পনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রসঙ্গত, গত বছর, কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার তৎকালীন সভাপতি তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিবিদদের শ্লীলতাহানি, যৌন হেনস্থা সহ মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন কুস্তিবিদদের একাংশ৷
হরিয়াণা: মাত্র ১০০ গ্রামের জন্য হাতছাড়া হয়েছে প্যারিস অলিম্পিক্সের মেডেলের স্বপ্ন৷ যেখানে সোনা জয়ের অঙ্গীকার ছিল, সেখানে ফিরতে হয়েছিল সবার শেষে প্রতিযোগিতা শেষ করে, শূন্য হাতে৷ দেশের মাটিতে পা দিয়েই সতীর্থকে সাক্ষী মালিককে জড়িয়ে কেঁদে ফেলেছেন ভিনেশ ফোগত৷ হরিয়াণা বিধানসভা নির্বাচনের আগে সেই ফোগতকে নিয়েই তুমুল রাজনৈতিক আলোচনা৷ সঙ্গে রয়েছেন আরেক কুস্তিবীর বজরঙ পুনিয়াও৷
অলিম্পিক্স মেডেল জয়ের স্বপ্নভঙ্গের পরপরই কুস্তি থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন ভিনেশ৷ তারপর থেকেই জল্পনা চলছে, এবার হয়ত অন্য লড়াইয়ের ময়দানে দেখা যাবে তাঁকে৷ আর সেই লড়াইয়ের জন্য তাঁকে মাঠে নামাবে কংগ্রেস৷
গত বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির হাত ধরে থাকে ভিনেশের ছবি উস্কে দিয়েছে সেই জল্পনাই৷ ছবিতে রাহুলের অন্য পাশে দেখা যাচ্ছে বজরঙ পুনিয়াকে৷ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের এই ছবির প্রেক্ষিতে কটাক্ষ, ‘‘গোটাটাই তাহলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সাইনি’কে নিয়ে বড় চমক! হরিয়াণা বিধানসভা নির্বাচনে ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র
প্রসঙ্গত, গত বছর, কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার তৎকালীন সভাপতি তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিবিদদের শ্লীলতাহানি, যৌন হেনস্থা সহ মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন কুস্তিবিদদের একাংশ৷
नेता विपक्ष श्री @RahulGandhi से विनेश फोगाट जी और बजरंग पुनिया जी ने मुलाकात की। pic.twitter.com/UK7HW6kLEL
— Congress (@INCIndia) September 4, 2024
advertisement
যন্তর মন্তরের দীর্ঘ অবস্থানের পুরভাগে দেখা গিয়েছিল এই ভিনেশ ফোগত, বজরঙ পুনিয়া ও সাক্ষী মালিকদের৷ পরবর্তীকালে সাংবাদিক বৈঠকে নিজের অলিম্পিক্স মেডেল ও কুস্তির জুতোজোড়া সামনে রেখে চোখে জল নিয়ে চলে যেতে দেখা যায় সাক্ষী মালিককে৷
আরও পড়ুন: আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! ১৪ বছরের ছাত্রের হামলায় গুলিবিদ্ধ ৪ পড়ুয়া
সেই আন্দোলন প্রসঙ্গ তুলেই কংগ্রেস নেতা রাহুল সাক্ষাতের বিষয়টি নিয়ে গত বুধবার মন্তব্য করেন খট্টর৷ বলেন, ‘‘আমার মনে হয় আমাদের অ্যাথলিটরা সেই সময় রাজনীতির জালে জড়িয়ে পড়াছিল৷ এটা এখন ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে৷ সেই মানুষগুলোই এখন কংগ্রেসের টিকিট চাইছে৷ এর মানে গোটা ব্যাপারটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল৷’’
advertisement
কংগ্রেস সূত্রে অবশ্য খবর, দলের তরফে ভিনেশকে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ কংগ্রেস ক্ষমতায় এলে পুনিয়াকে মন্ত্রিপদ দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর৷
যদিও জল্পনা নিয়ে বিশেষ মুখ খুলতে চাননি হরিয়াণা কংগ্রেসের প্রধান দীপক বাবারিয়া৷ তিনি বলেছেন, দলীয় বৈঠকে ভিনেশ বা বজরঙকে টিকিট দেওয়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 05, 2024 12:23 PM IST

