পরণে কোনও কাপড় নেই! হরিদ্বারে সুড়ঙ্গের কাছে ঘুরঘুর করছিল বিদেশি, তারপর...

Last Updated:

ব্যক্তির নাম ডিসনেসেবিচ৷ সে বেলারুশের বাসিন্দা৷ ডিসনেসেবিচ নিজের বন্ধুর সঙ্গে পাইলট বাবা-র আশ্রমে রয়েছিল৷

haridwar foreign national was roaming without any cloth on body
haridwar foreign national was roaming without any cloth on body
#হরিদ্বার: উত্তরাখণ্ডের হরিদ্বারের নগর কোতয়ালিতে হর কি পৌরিতে রেলওয়ে সুড়ঙ্গের কাছে বিদেশি নাগরিক পরণে কোনও পোশাক ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল৷ হরিদ্বারের হর কি পৌরিতে দুটি সুড়ঙ্গ তৈরি হয়ে রয়েছে৷ এই সুড়ঙ্গ দুটি ইংরেজরা যখন রেলওয়ে লাইন বানাচ্ছিল তখন বানানো হয়েছিল৷ রেলওয়ে লাইন পাতার সময় ইংরেজরা পাহাড় ভেঙে সুড়ঙ্গ করেছিল৷ ৩৬ বছরের বিদেশি ব্যক্তি নগ্ন অবস্থায় সেই সুড়ঙ্গের রেলওয়ে ট্র্যাকের পাশে ঘুরঘুর করছিল৷ পুলিশ সূচনা পাওয়ার পরেই চেতক কর্মীরা সেখানে পৌঁছে যায়৷ বিনা কাপড়ে থাকা বিদেশিকে রেলওয়ে ট্র্যাক থেকে সরিয়ে দেয়৷
প্রাপ্ত তথ্য অনুযায়ী সুড়ঙ্গের কাছে বিনা কাপড়ের এই ইংরেজের শরীরে হালকা কয়েকটা চোট লেগেছিল৷ কেন সে বিনা কাপড়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল পুলিশ কর্মীদের এই প্রশ্নের কোনও উত্তর ওই বিদেশি দেয়নি৷ পুলিশ কর্মীরা আসতেই আশপাশ থেকে স্থানীয় লোকরাও সেখানে ভিড় জমায়৷ পুলিশ সকলের সাহায্য নিয়ে নগ্ন বিদেশিকে রেলওয়ে ট্র্যাক থেকে সরিয়ে দেয়৷
advertisement
advertisement
ঠান্ডায় যেখানে বাঁচার জন্য একটার ওপর আরও একটা পোশাক চাপাচ্ছে, সেখানে এই ব্যক্তি হরিদ্বারে এই আজবভাবে ঘুরছে৷ সূত্রের খবর অনুযায়ী বিদেশি ব্যক্তি বিনা কাপড়ে ঘুরছে জেনে স্থানীয় পুলিশরা চেতক কর্মীদের ওই খানে পৌঁছে দেয়৷ তারা প্রথমে জামা কাপড় কিনে নিয়ে সেই বিদেশিকে পরিয়ে দেয়৷
advertisement
ওই বিদেশি ব্যক্তিকে এরপর হাসপাতালে ভর্তি করে দেয়৷ হরিদ্বারের কোতয়ালি প্রভারী ভাবনা কৈথুলা এই তথ্য চাওয়া হয় তিনি জানিয়েছেন ব্যক্তির নাম ডিসনেসেবিচ৷ সে বেলারুশের বাসিন্দা৷ ডিসনেসেবিচ নিজের বন্ধুর সঙ্গে পাইলট বাবা-র আশ্রমে রয়েছিল৷
advertisement
ওই বিদেশির পরিস্থিতি ঠিক না থাকার কারণে পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়৷ পাইলট বাবা-র আশ্রমে থাকা তাঁর বন্ধুর কাছে খবর পাঠিয়ে দেওয়া হয়৷ পরে ডিসনেসেবিচকে তাঁর বন্ধুর সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরণে কোনও কাপড় নেই! হরিদ্বারে সুড়ঙ্গের কাছে ঘুরঘুর করছিল বিদেশি, তারপর...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement