পরণে কোনও কাপড় নেই! হরিদ্বারে সুড়ঙ্গের কাছে ঘুরঘুর করছিল বিদেশি, তারপর...
- Published by:Debalina Datta
Last Updated:
ব্যক্তির নাম ডিসনেসেবিচ৷ সে বেলারুশের বাসিন্দা৷ ডিসনেসেবিচ নিজের বন্ধুর সঙ্গে পাইলট বাবা-র আশ্রমে রয়েছিল৷
#হরিদ্বার: উত্তরাখণ্ডের হরিদ্বারের নগর কোতয়ালিতে হর কি পৌরিতে রেলওয়ে সুড়ঙ্গের কাছে বিদেশি নাগরিক পরণে কোনও পোশাক ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল৷ হরিদ্বারের হর কি পৌরিতে দুটি সুড়ঙ্গ তৈরি হয়ে রয়েছে৷ এই সুড়ঙ্গ দুটি ইংরেজরা যখন রেলওয়ে লাইন বানাচ্ছিল তখন বানানো হয়েছিল৷ রেলওয়ে লাইন পাতার সময় ইংরেজরা পাহাড় ভেঙে সুড়ঙ্গ করেছিল৷ ৩৬ বছরের বিদেশি ব্যক্তি নগ্ন অবস্থায় সেই সুড়ঙ্গের রেলওয়ে ট্র্যাকের পাশে ঘুরঘুর করছিল৷ পুলিশ সূচনা পাওয়ার পরেই চেতক কর্মীরা সেখানে পৌঁছে যায়৷ বিনা কাপড়ে থাকা বিদেশিকে রেলওয়ে ট্র্যাক থেকে সরিয়ে দেয়৷
প্রাপ্ত তথ্য অনুযায়ী সুড়ঙ্গের কাছে বিনা কাপড়ের এই ইংরেজের শরীরে হালকা কয়েকটা চোট লেগেছিল৷ কেন সে বিনা কাপড়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল পুলিশ কর্মীদের এই প্রশ্নের কোনও উত্তর ওই বিদেশি দেয়নি৷ পুলিশ কর্মীরা আসতেই আশপাশ থেকে স্থানীয় লোকরাও সেখানে ভিড় জমায়৷ পুলিশ সকলের সাহায্য নিয়ে নগ্ন বিদেশিকে রেলওয়ে ট্র্যাক থেকে সরিয়ে দেয়৷
advertisement
আরও পড়ুন - Crime News: শিউরে ওঠার মতো ঘটনা, দ্বিতীয় স্ত্রী, ছেলে, মেয়েকে খুন করে মাটিতে পুঁতে রোজ কাজ করত...
advertisement
ঠান্ডায় যেখানে বাঁচার জন্য একটার ওপর আরও একটা পোশাক চাপাচ্ছে, সেখানে এই ব্যক্তি হরিদ্বারে এই আজবভাবে ঘুরছে৷ সূত্রের খবর অনুযায়ী বিদেশি ব্যক্তি বিনা কাপড়ে ঘুরছে জেনে স্থানীয় পুলিশরা চেতক কর্মীদের ওই খানে পৌঁছে দেয়৷ তারা প্রথমে জামা কাপড় কিনে নিয়ে সেই বিদেশিকে পরিয়ে দেয়৷
advertisement
আরও পড়ুন - বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন করেছি! আদালতে দাঁড়িয়ে বোমা বলিউডের সুন্দরী নায়িকার, তোলপাড়
ওই বিদেশি ব্যক্তিকে এরপর হাসপাতালে ভর্তি করে দেয়৷ হরিদ্বারের কোতয়ালি প্রভারী ভাবনা কৈথুলা এই তথ্য চাওয়া হয় তিনি জানিয়েছেন ব্যক্তির নাম ডিসনেসেবিচ৷ সে বেলারুশের বাসিন্দা৷ ডিসনেসেবিচ নিজের বন্ধুর সঙ্গে পাইলট বাবা-র আশ্রমে রয়েছিল৷
advertisement
ওই বিদেশির পরিস্থিতি ঠিক না থাকার কারণে পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়৷ পাইলট বাবা-র আশ্রমে থাকা তাঁর বন্ধুর কাছে খবর পাঠিয়ে দেওয়া হয়৷ পরে ডিসনেসেবিচকে তাঁর বন্ধুর সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 10:48 AM IST

