হান্দওয়ারায় ফের ভারতীয় সেনার উপর জঙ্গি হামলা, নিকেশ ২ জঙ্গি
Last Updated:
#হান্দওয়ারা: ফের সীমান্তে ভারতীয় সেনার উপর জঙ্গি হামলা। শ্রীনগরের হান্দওয়ারায় বুধবার রাতে ভারতীয় সেনার উপর অতর্কিতে হামলা চালায় একদল জঙ্গি। পাল্টা প্রতিরোধ করে ভারতীয় সেনা। জঙ্গিদের সঙ্গে দীর্ঘ গুলির লড়াইয়ের পর এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে দুই জঙ্গির দেহ। আরও কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে কিনা তা জানতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।
শ্রীনগরের হান্দওয়ারায় বুধবার রাতে রুটিন তল্লাশির সময় সেনার পেট্রোলিং টিমের উপর আচমকাই আঘাত হানে জঙ্গিরা। সেনা সূত্রে খবর, কাজিয়াবাদ ফরেস্টের কাছাকাছি ভারতীয় সেনাদের লক্ষ্য করে ছুটে আসে জঙ্গিদের গুলি। সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণের জবাব দেয় ভারতীয় জওয়ানরা। প্রায় বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় দুই জঙ্গির।
আরও পড়ুন, দাম কমল পেট্রোল-ডিজেলের !
advertisement
advertisement
এর আগে ২০১৬ সালের ৬ অক্টোবর হান্দওয়ারায় ভারতীয় সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় সেনা-জঙ্গি লড়াইয়ের পর নিকেশ হয় জঙ্গিদের দল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2018 10:06 AM IST