New election commissioner of India: ভারতের নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, মঙ্গলে শেষ রাজীব কুমারের মেয়াদ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
New election commissioner of India: সোমবার, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন আইএএস অফিসার জ্ঞানেশ কুমারকে। মেয়াদ শেষ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার তাঁর মেয়াদ শেষ হচ্ছে।
নয়াদিল্লিঃ সোমবার, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন আইএএস অফিসার জ্ঞানেশ কুমারকে। মেয়াদ শেষ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার তাঁর মেয়াদ শেষ হচ্ছে। এবার, রাজীব কুমারের জায়গায় বসতে চলেছেন জ্ঞানেশ কুমার।
Election Commissioner Shri Gyanesh Kumar appointed as the Chief Election Commissioner of India with effect from 19.02.25#ECI #CEC pic.twitter.com/Gn0XIXvfyw
— Election Commission of India (@ECISVEEP) February 17, 2025
advertisement
advertisement
জ্ঞানেশ কুমার, কেরালা ক্যাডারের ১৯৮৮ ব্যাচের অফিসার, বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে কোঅপারেশন, সংসদীয় বিষয়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি নতুন আইন অনুযায়ী নির্বাচন কমিশনের (EC) সদস্যদের নিয়োগের অধীনে নিযুক্ত প্রথম প্রধান নির্বাচন কমিশনার। তাঁর মেয়াদ চলবে ২৬ জানুয়ারি ২০২৯ পর্যন্ত।
advertisement
২৬তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাঁর মেয়াদকালে, তিনি চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন এবং ২০২৬ সালে কেরালা ও পুদুচেরি বিধানসভা নির্বাচন তত্ত্বাবধান করবেন। এবং আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে, তিনি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তত্ত্বাবধান করবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 12:25 AM IST