Viral post: লাল গোলাপ হাতে ব্লাইড ডেটের জন্য অপেক্ষা...তারপরে সর্বস্ব লুট, ডেটিং অ্যাপে লুকিয়ে ‘ফাঁদ’?

Last Updated:

কিন্তু, ওই যুবকের সঙ্গে দেখা করতে যে মেয়েটি এসেছিল, তার কথাবার্তার সঙ্গে চ্যাটের চোস্ত ইংলিশ বলা, স্মার্ট মেয়েটা ঠিক খাপ খাচ্ছিল না৷ মেয়েটির জামাকাপড় অপরিষ্কার, কথাবার্তাও বেশ সন্দেহজনক৷

গুরগাঁও: লাল গোলাপ হাতে, সেজেগুজে সুগন্ধি মেখে পৌঁছেছিলেন গুরগাঁওয়ের হুদা স্টেশনে৷ বুক দুরুদুরু৷ আনচান করছে শরীর-মন৷ ব্লাইন্ড ডেট-র আড়ালে না জানি কোন সুন্দরী লুকিয়ে রয়েছে৷ আজই প্রথম আড়ালের পর্দা সরিয়ে তার সামনে আসার কথা তার৷ এখন শুধু অধীর অপেক্ষা! কিন্তু, সেই অপেক্ষার শেষে যা ছিল…সেই আতঙ্কের মুহূর্তের কথাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক যুবক৷
‘X’ (ট্যুইটারে)-এর একটি পোস্টে বছর চব্বিশের ওই যুবক লিখেছেন, ‘আমি মোটামুটি ঠিকঠাক ছেলে৷ ঠিকঠাক চাকরিবাকরি, শিক্ষিত৷ কিন্তু, গত তিন বছর ধরে কোনও ডেটিং অ্যাপেই আমায় কেউ পছন্দ করছিল না৷ মনে হয় দেখতে ওতটা ভাল নই বলে৷ কিন্তু, হঠাৎকরেই একটি ম্যাচ মিলে যায়৷ কথা বার্তা এগোয়৷ একসময় মেয়েটি আমাকে হুদা স্টেশনে দেখা করতে বলে৷’
advertisement
আরও পড়ুন: শুরু হয়ে গেছে কাউন্টডাউন! আর কয়েক ঘণ্টা পরেই চাঁদকে ছুঁয়ে ফেলবে চন্দ্রযান, কোথায় দেখবেন লাইভ?
কিন্তু, ওই যুবকের সঙ্গে দেখা করতে যে মেয়েটি এসেছিল, তার কথাবার্তার সঙ্গে চ্যাটের চোস্ত ইংলিশ বলা, স্মার্ট মেয়েটা ঠিক খাপ খাচ্ছিল না৷ মেয়েটির জামাকাপড় অপরিষ্কার, কথাবার্তাও বেশ সন্দেহজনক৷
advertisement
তাসত্ত্বও ছেলেটি ওই মেয়েটিকে কফি শপে যাওয়ার জন্য প্রস্তাব দেয়৷ পোস্টে ছেলেটি জানিয়েছে, এরপরেই মেয়েটি তাঁকে জানায়, সে ঘণ্টা প্রতি ৬ হাজার টাকা নিয়ে থাকে তার ‘ক্লায়েন্টদে’র কাছ থেকে৷ সব শুনে তো আকাশ থেকে পড়ে ওই যুবক!
advertisement
বুঝতে পারে, সে আসলে ডেটিং অ্যাপে মধুচক্রীদের পাতা ফাঁদে পা দিয়েছে৷ সে ঘটনাস্থল থেকে চলে আসতে চাইলে মেয়েটি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেয়৷ ভরা স্টেশনে ছেলেটির হাত ধরে টেনে বলতে থাকে, তার সময়ের ‘দাম’ তাকে দিয়ে যেতেই হবে৷
advertisement
অগত্যা, ওই যুবকটি তার কাছে থাকা যাবতীয় নগদ টাকা মেয়েটির হাতে তুলে দিয়ে রক্ষা পায়৷
নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে ডেটিং অ্যাপগুলিতে চলা এই সমস্ত চক্র সম্পর্ক সচেতন করেছেন ওই যুবক৷ সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে তাঁর পোস্ট৷ শেয়ার করেছেন এক সাংবাদিকও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral post: লাল গোলাপ হাতে ব্লাইড ডেটের জন্য অপেক্ষা...তারপরে সর্বস্ব লুট, ডেটিং অ্যাপে লুকিয়ে ‘ফাঁদ’?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement