Chandrayaan 3: শুরু হয়ে গেছে কাউন্টডাউন! আর কয়েক ঘণ্টা পরেই চাঁদকে ছুঁয়ে ফেলবে চন্দ্রযান, কোথায় দেখবেন লাইভ?

Last Updated:

পাখির পালকের মতো ভেসে ভেসে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে নামবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। চার বছর আগে এই পর্যায়ে এসেই সফট ল্যান্ডিং এর সময় ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। তবে এ বার তেমন সম্ভাবনা নেই বলেই দাবি ইসরোর। ব্যাপারটি ঠিক যেন কোনও রুদ্ধশ্বাস টি-২০ ম্যাচের সমাপ্তি।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত তথা গোটা বিশ্ব। আজ বুধবার ভারতীয় সময় ঠিক সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে চলেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’।
পাখির পালকের মতো ভেসে ভেসে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে নামবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। চার বছর আগে এই পর্যায়ে এসেই সফট ল্যান্ডিং এর সময় ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। তবে এ বার তেমন সম্ভাবনা নেই বলেই দাবি ইসরোর। ব্যাপারটি ঠিক যেন কোনও রুদ্ধশ্বাস টি-২০ ম্যাচের সমাপ্তি।
advertisement
advertisement
ইসরো জানিয়েছে, মসৃণভাবেই কক্ষপথ ধরে এগিয়ে চলছে চন্দ্রযান। নিয়মিত চন্দ্রযানের সমস্ত সিস্টেমও পরীক্ষা করা হচ্ছে। আজ বিকেল ৫ টা ২০ মিনিট থেকে চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং অপারেশনের লাইভ সম্প্রচার শুরু করা হবে। আর সেই লাইভ দেখা যাবে ISRO Website (https://isro.gov.in), YouTube (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), Facebook https://facebook.com/ISRO
and DD National TV-তে৷ বর্তমানে দক্ষিণ আফ্রিকার ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদি৷ চন্দ্রযানের অবতরণকালে সেখান থেকেই অনলাইনে যোগ দেবেন তিনি৷
advertisement
জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠে অবতরণের শেষ ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ রাশিয়ার লুনা-২৫ তাড়াহুড়ো করায় চাঁদের বুকে ভেঙে পড়েছিল৷ তাই সেখান থেকে শিক্ষা নিয়ে ধীরে চলো নীতিতেই মন দিয়েছে ভারত৷ জানা গিয়েছে, অবতরণের গোটা সময়টা বিজ্ঞানীরা নিজেরা কোনও কিছু নিয়ন্ত্রণ করছেন না৷ পুরোটাই হতে চলেছে, AI, অর্থাৎ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে৷ চন্দ্রযানের ভিতরে আগে থেকেই রেখে দেওয়া সফটঅয়্যার প্রোগ্রাম চন্দ্রপৃষ্ঠে তার ‘সফট অ্যান্ড সেফ ল্যান্ডিং’ করাবে৷
advertisement
অবতরণের জন্য ২৩ অগাস্টকেই কেন বেছে নিয়েছেন বিজ্ঞানীরা? কারণ, আজই চাঁদে শুরু হচ্ছে নতুন লুনার ডে৷ চাঁদের ১ লুনার ডে অর্থাৎ, পৃথিবীর ১৪ দিন৷ ল্যান্ডার বিক্রমের মধ্যে যে ‘রোভার’ প্রজ্ঞান রয়েছে, তার আয়ুষ্কাল ১ লুনার ডে, অর্থাৎ, পৃথিবীর হিসাবে ১৪ দিন৷ আর এই সময়ে চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রাও প্রজ্ঞানের জন্য উপকূল থাকবে৷
advertisement
আরও পড়ুন: ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপ, উত্তরে তুমুল দুর্যোগ, কেমন থাকবে দক্ষিণ? জেনে নিন
আপাতত, চাঁদের জলের নমুনা সংগ্রহ করার বিশেষ লক্ষ্য নিয়ে চাঁদের দিকে এগোচ্ছে এই চন্দ্রযান৷ ২০০৯ সালে চাঁদের দক্ষিণ মেরুতে নাসা আগেই জলের বরফের সন্ধান পেয়েছিল৷ চাঁদের এই বরফ ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ এর থেকে চাঁদকে ভবিষ্যতে বসবাস যোগ্য করা সম্ভব হবে কি না, তা খানিকটা আন্দাজ করা যাবে৷ দেখা হবে, এই বরফ থেকে পানীয় জল তৈরি করা সম্ভব কি না, জল ভেঙে শ্বাসপ্রশ্বাসের জন্য অক্সিজেন তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে৷
advertisement
বলা বাহুল্য, ৬১৫ কোটি টাকা খরচ করে বিজ্ঞানীদের নিরলস অধ্যাবসায়ে তৈরি চন্দ্রযান ৩ যদি এবার সফলভাবে চাঁদে অবতরণ করতে পারে চন্দ্রযান-৩, তবে রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারতই হবে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে তাদের চন্দ্রযান অবতরণ করাতে সফল হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Chandrayaan 3: শুরু হয়ে গেছে কাউন্টডাউন! আর কয়েক ঘণ্টা পরেই চাঁদকে ছুঁয়ে ফেলবে চন্দ্রযান, কোথায় দেখবেন লাইভ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement