Chandrayaan 3: আর মাত্র ২৫ কিলোমিটার, বুধেই চাঁদে পৌঁছচ্ছে চন্দ্রযান! গোটা সফর দেখতে পাবেন সাধারণ মানুষও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আগামী ২৩ অগাস্ট, বুধবার বিকেল ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা ল্যান্ডার বিক্রমের৷ আর চাঁদের মাটিতে নামার এই গর্বের মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন সাধারণ মানুষও৷ কিন্তু কী ভাবে?
নয়াদিল্লি: আর মাত্র ২৫ কিলোমিটার৷ চাঁদের কক্ষপথে সফলভাবে আরও একধাপ নেমেছে চন্দ্রযান ৩৷ শনিবার গভীর রাতে সফল হয়েছে দ্বিতীয় ডি-বুস্টিং প্রক্রিয়া৷ অন্যদিকে, চন্দ্রাভিযানে ভারতকে টপকে যাওয়ার চেষ্টা মাঝমাঠেই মারা পড়েছে রাশিয়ার৷ চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ‘ক্র্যাশ ল্যান্ডিং’ করেছে লুনা-২৫৷
রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে ট্যুইটে জানানো হয়েছে, আগামী ২৩ অগাস্ট, বুধবার বিকেল ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা ল্যান্ডার বিক্রমের৷ আর চাঁদের মাটিতে নামার এই গর্বের মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন সাধারণ মানুষও৷ কিন্তু কী ভাবে?
advertisement
advertisement
এদিন ইসরোর তরফে ট্যুইটে জানানো হয়েছে, আগামী ২৩ অগাস্ট বিকেল ৫টা ২৭ মিনিট থেকে শুরু হয়ে যাবে চন্দ্রাভিযানের লাইভ৷ আর সেই লাইভ দেখা যাবে ISRO Website (https://isro.gov.in), YouTube (https://youtube.com/watch?v=DLA_64yz8Ss), Facebook https://facebook.com/ISRO
and DD National TV-তে৷
advertisement
Chandrayaan-3 Mission:
🇮🇳Chandrayaan-3 is set to land on the moon 🌖on August 23, 2023, around 18:04 Hrs. IST.
Thanks for the wishes and positivity!
Let’s continue experiencing the journey together
as the action unfolds LIVE at:
ISRO Website https://t.co/osrHMk7MZL
YouTube… pic.twitter.com/zyu1sdVpoE— ISRO (@isro) August 20, 2023
advertisement
১৪ জুলাই, ঠিক ২টো বেজে ৩৫ মিনিটে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছিল এক সুবর্ণ সময়৷ চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩৷ ১৭ অগাস্ট, ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ সফলভাবে মহাকাশযান থেকে আলাদা হয়৷
advertisement
Russia’s Luna-25 spacecraft has crashed into the moon, reports Germany’s DW News citing space corporation Roskosmos pic.twitter.com/ZtxYkFHUp2
— ANI (@ANI) August 20, 2023
শনিবার রাত ২টো নাগাদ ডি-বুস্টিং করে বিক্রমের শেষ কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বিক্রম। এই ল্যান্ডার বিক্রমের মধ্যেই রয়েছে রোভার প্রজ্ঞান৷ চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং সফল হলে ল্যান্ডার বিক্রম থেকে পৃথক রোভার প্রজ্ঞান৷ এই রোভারই চাঁদ সম্পর্কে বিভিন্ন তথ্য পৌঁছে দেবে ইসরোর কাছে৷ এর আগের বার ল্যান্ডিংয়ের সময়েই বিফল হয়েছিল ভারত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
August 20, 2023 3:41 PM IST