Gurugram Child Death: প্রতিবেশীকে ফোন চুরি করতে দেখে ফেলেছিল শিশু! শাস্তি হল ভয়ঙ্কর, নরম শরীরে ১২ বার কাঁচির কো*প...! জানুন সেই হা*ড়হিম করা ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Gurugram Child Death: গুরুগ্রামে ৭ বছরের শিশু আশিসকে নির্মমভাবে হত্যা করেছে প্রতিবেশী। চুরির ঘটনা দেখে ফেলায় তাকে কাঁচি দিয়ে ১২ বার আঘাতের পর দেহ ফেলে দেওয়া হয়। জানুন পুরো ঘটনাটি...
গুরুগ্রাম: হরিয়ানার গুরুগ্রামের বিলাসপুর থানা এলাকায় একটি হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে, যেখানে সাত বছর বয়সী নিষ্পাপ শিশু আশিসকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
শিশুটির মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়, যাকে কাঁচি দিয়ে নৃশংসভাবে আঘাত করা হয়েছিল। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পিছনে প্রতিবেশী যুবক গোলুর হাত রয়েছে। পুরো ঘটনাটি জানলে চমকে যাবেন যে কেউ।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ভোরবেলা গরু পাচারের ছক ফাঁস, ৭ বাংলাদেশিকে আটক BSF-এর! উদ্ধার মাদক, মোষও…
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মূলত আলোয়ারের বাসিন্দা কমল তাঁর স্ত্রী মায়া এবং সাত বছর বয়সী ছেলে আশিসকে নিয়ে বিলাসপুর থানা এলাকার ফতেহপুর গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। শনিবার আশিস বাড়ির কাছে খেলতে গিয়েছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেনি।
বাচ্চা এত সময় পরেও না ফেরায় চিন্তা শুরু হয় অভিভাবকদের৷ মাও তাকে খুঁজে পাননি। পরিবারের সদস্যরা নিজেরাই তার খোঁজ শুরু করেন, কিন্তু কোনও সূত্র মেলেনি। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ নিখোঁজ ডায়েরি করে আশিসের সন্ধান শুরু করে।
advertisement
রবিবার দুপুরে পুলিশ খবর পায় যে, কেএমপি এক্সপ্রেসওয়ের কাছে কালাওয়াড়ি গ্রামের গ্রিন বেল্টে একটি শিশুর মৃতদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দেহটিতে প্রায় এক ডজন কাঁচি দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
advertisement
মৃতের বাবা জানিয়েছেন যে, দুই মাস আগে তাঁর মোবাইল চুরি হয়েছিল, এবং সেই সময় আশিস অভিযুক্ত গোলুকে চুরি করতে দেখে ফেলেছিল। আশিস এই কথা তার বাবাকে জানিয়ে দেয়। এই আক্রোশেই গোলু নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছে। বর্তমানে, পুলিশ হত্যার ধারায় মামলা রুজু করে অভিযুক্ত রমেশ ওরফে গোলুকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং পরবর্তী তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 12:13 PM IST