Kartarpur Corridor Reopen | Guru Nanak Jayanti: নানক জয়ন্তীর মুখে খুশির খবর, আজ থেকে খুলছে করতারপুর সাহিব করিডর!

Last Updated:

শ্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১৭ নভেম্বর থেকে আবার খুলে দেওয়া হবে করতারপুর সাহিব করিডর। (Kartarpur Corridor Reopen | Guru Nanak Jayanti)

নানক জয়ন্তীর মুখে খুশির খবর, আজ থেকে খুলছে করতারপুর সাহিব করিডর!
নানক জয়ন্তীর মুখে খুশির খবর, আজ থেকে খুলছে করতারপুর সাহিব করিডর!
#নয়াদিল্লি: ১৭ নভেম্বর থেকে আবার খুলতে চলেছে করতারপুর সাহিব করিডর (Kartarpur Corridor Reopen | Guru Nanak Jayanti)। যা সকল শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এক বিশাল খুশির খবর (Kartarpur Corridor Reopen | Guru Nanak Jayanti)। অনেক আগে থেকেই শিখ নেতা এবং শিখ সম্প্রদায়ের মানুষ করতারপুর সাহিব করিডর খোলার দাবি জানিয়ে আসছিলেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করে করতারপুর সাহিব করিডর খোলার অনুরোধ করেছেন। এছাড়াও অমরিন্দর সিং (Amarinder Singh), নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) মতো নেতারাও কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন যেন গুরুপরবের (Guru Nanak Gurpurab) আগেই করতারপুর সাহিব করিডর খুলে দেওয়া হয়। অবশেষে ১৭ নভেম্বর থেকে আবার করতারপুর সাহিব করিডর খুলে দেওয়ার অনুমোদন মিলল। (Kartarpur Corridor Reopen | Guru Nanak Jayanti)
করতারপুর সাহিব করিডর খুলে দেওয়া হবে গুরু নানকের (Guru Nanak) জন্মবার্ষিকীর ঠিক দু'দিন আগে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মঙ্গলবার একটি ট্যুইট করে জানিয়েছেন যে, এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে বিশাল সংখ্যার শিখ (Sikhs) সম্প্রদায়ের মানুষ। কেন্দ্রের তরফে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে যে পাকিস্তান ১ বছরের বেশি সময় ধরে এই ৪.৪ কিমি করিডর বন্ধ করে রেখেছে। করতারপুর সাহিব করিডর পাকিস্তানের মধ্যে অবস্থিত হওয়ায় এত দিন ধরে খোলা যায়নি এই করিডর। শ্রী অমিত শাহ ট্যুইট করে জানিয়েছেন এটি সকল শিখ সম্প্রদায়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শ্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১৭ নভেম্বর থেকে আবার খুলে দেওয়া হবে করতারপুর সাহিব করিডর।
advertisement
advertisement
advertisement
করতারপুর সাহিব করিডর ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ হয়ে রয়েছে। কারণ পাকিস্তানের তরফে সেই সময় আপত্তি জানানো হয়েছিল। করোনার কারণে ভারতের কাউকে সেই দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর পরে ধীরে ধীরে করোনার প্রকোপ কমার ফলে করতারপুর সাহিব করিডর আবার খোলার চিন্তা-ভাবনা শুরু হয়। পাকিস্তানের তরফে করতারপুর সাহিব করিডর আবার খোলার করার কথা জানানো হয় জুনের ২৭ তারিখে। এর পরে ইসলামাবাদের তরফে জানানো হয় যে অক্টোবরের ৩ তারিখ থেকে খুলে দেওয়া হবে করতারপুর সাহিব করিডর। অবশেষে ভারত সরকারের তরফে ১৭ নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে এই করিডর।
advertisement
advertisement
আরও পড়ুন: ভয়াবহ! প্যারাসেলিং করার সময় ছিঁড়ে গেল দড়ি, তারপর কী হল দম্পতির ? দেখুন ভাইরাল ভিডিও
৪.৫ কিমি লম্বা এই করতারপুর সাহিব করিডর ভারতের পঞ্জাবের গুরুদাসপুরের ডেরাবাবা নানকের গুরুদ্বারের সঙ্গে পাকিস্তানের করতারপুরের দরবার সাহিবকে যুক্ত করেছে। এটি ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত থেকে ৪ কিমি দূরে পাকিস্তানে অবস্থিত। মনে করা হয় এখানেই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তাঁর জীবনের শেষ ১৮ বছর কাটিয়ে ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kartarpur Corridor Reopen | Guru Nanak Jayanti: নানক জয়ন্তীর মুখে খুশির খবর, আজ থেকে খুলছে করতারপুর সাহিব করিডর!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement