#ভদোদরা: জনসভায় বক্তব্য রাখতে রাখতেই সংজ্ঞা হারালেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আজ, রবিবার,ভদোদরার নিজামপুরে পুরভোটের প্রচার উপলক্ষ্যে বক্তব্য রাখছিলেন বিজয় রূপানি। কিছুক্ষণ বক্তব্য রাখার পরই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে নেন মঞ্চে আসীন দলীয় সমর্থকরা। সূত্রের খবর, বিজয় রূপানী এখন অনেকটাই সুস্থ রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে কথাও বলেছেন।
এদিন মঞ্চ থেকে বিজয় রূপানি গুজরাটেও লাভ জেহাদ আইন আনার কথা বলছিলেন। তাঁর মতামত শুনে করতালি দেন সমর্থকরা। তারসালি, করেলিবাগ ও নিজামপুরা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। পুরোভোটের প্রাক্কালে সেখানেই জনসভা করার চ্যালেঞ্জ নেন রূপানি। সবই ঠিক চলছিল, তালটা কাট হঠাৎই। মঞ্চে থাকা নেতা ও সুরক্ষাকর্মীরা দেখেন কথা বলতে বলতেই রূপানি থমকে যাচ্ছেন। কিছু বুঝে ওঠার আগেই রূপানি জ্ঞান হারান। যদিও নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলায় শারীরিক চোট আঘাত লাগেনি তাঁর।
গুজরাট বিজেপির প্রধান সি আর পাতিল বলেন, বেশ কয়েকদিন ধরেই রূপানির শরীর ভালো যাচ্ছিল না। এদিন তাঁর রক্তচাপ হঠাৎ করে কমে যায়। সেই কারণেই তিনি সংজ্ঞা হারান। তবে কিছুক্ষণেই তাঁর জ্ঞান ফিরে আসে। তিনি নিজের গা়ড়িতেই বাসভবনে ফেরেন।