GST Council Meeting : এবার থেকে ডিজিটাল লেনদেনে মিলবে বিশেষ ইনসেনটিভ
Last Updated:
জিএসটি কাউন্সিলের বৈঠক শেষ, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে
#নয়াদিল্লি: জিএসটি কাউন্সিলের বৈঠক শেষ ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে ৷ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্দান্ত এবার থেকে ডিজিটাল পেমেন্ট করলেই মিলবে ইনসেনটিভ ৷ তবে বেশ কয়েকটি রাজ্য এই ডিজিটাল পেমেন্টের ব্যাপারে সহমত পোষণ করেনি ৷ দিল্লি, পঞ্জাব, পশ্চিমবঙ্গ এই ডিজিটাল পেমেন্টের বিরোধীতা করেছে ৷ তবে এই ব্যাপারে রক্ষণাবেক্ষণ করতে একটি পরিষদ গঠন করা হবে যেখানে অসম, বিহার, দিল্লি, পঞ্জাব ও কেরলের প্রতিনিধিরা থাকবেন ৷
FM @PiyushGoyal addresses media after @GST_Council meeting https://t.co/1u7BHzGIwW
— CNBC-TV18 (@CNBCTV18Live) August 4, 2018
advertisement
বৈঠকের শেষে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন রূপে ও ভীম অ্যাপ ব্যবহারকারীরা যদি এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল পোমেন্ট করেন তাহলে ২০শতাংশ জিএসটি ছাড় পাবেন তাঁরা ৷ প্রায় অঙ্কের বিচারে মিলবে ১০০ টাকা পর্যন্ত ছাড় ৷ ছাড়ের টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে ৷ তবে মাস্টার বা ভিসা কার্ডের মাধ্যমে যাঁরা ডিজিটাল পেমেন্ট করবেন তাঁদেরও দেওয়া হবে ৷
advertisement
আরও পড়ুন : এ বার হরিয়ানা! গোরু চোর সন্দেহে গণপিটুনির বলি ১
একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে এই ছাড়ের ফলেই বছরে রাজকোষে প্রায় ১০০০ কোটি টাকা ঘটতির আশঙ্কা কর হচ্ছে ৷ এই ব্যায়বার কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বহন করবে বলেও জানানো হয়েছে ৷ কেন্দ্রের আশা এই ডিজিটাল লেনদেন বাড়লে ভবিষ্যতে অর্থনৈতিক পরিকাঠামো জেরদার হবে ৷ মজবুত হবে অর্থনীতি ৷
advertisement
বৈঠক শেষে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন বিগত ১৩ মাস ধরে এমএসএসই সেক্টর বৈঠকে সহানুভূতিশীলতা প্রকাশ পেয়েছে ৷ সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিচার করা হয়েছে ৷ এক কথায় জিএসটির বৈঠককে সার্থক বলে মনে করেছেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2018 7:42 PM IST