Farooq Abdullah: ফারুক আবদুল্লার বাড়ির লবিতে অনুপ্রবেশ! পুলিশের গুলিতে মৃত ১

Last Updated:

FarooqAbdullah: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন ফারুক আবদুল্লার জম্মুর বাড়ির গেট পেরিয়ে একেবারে স্পিডে এসইভি গাড়ি নিয়ে ঢুকে পড়ে৷ তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে সোজা লবিতে চলে যায়৷

#শ্রীনগর: ষড়যন্ত্র, জঙ্গি, অন্তর্ঘাত নাকি নিছকই নিরাপত্তায় ফাঁক? একগুচ্ছ প্রশ্ন উঠছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বাসভবনের লবিতে এক অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যার ঘটনায়৷ শনিবার সকালে ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্টের বাসভবনের একেবারে লবিতে ঢুকে পড়ে এক অপরিচিত ব্যক্তি৷ প্রথমে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়, কিন্তু তাতে কাজ না-হওয়ায় গুলি করে নিরাপত্তারক্ষীরা৷
ঠিক কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন ফারুক আবদুল্লার জম্মুর বাড়ির গেট পেরিয়ে একেবারে স্পিডে এসইভি গাড়ি নিয়ে ঢুকে পড়ে৷ তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে সোজা লবিতে চলে যায়৷ নিরাপত্তারক্ষীরা প্রথমে বাধা দেয়, কিন্তু ওই ব্যক্তিকে থামানো যাচ্ছিল না৷ উল্টে নিরাপত্তারক্ষীদেরই মারধরের চেষ্টা করে সে৷ এর পরই গুলি চালান নিরাপত্তারক্ষীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত চলাকালীন ফোনে কথা বলে বিতর্কে ফারুক আবদুল্লা
জম্মুর এসএসপি বিবেক গুপ্তা জানিয়েছেন, 'ওই ব্যক্তি নিরাপত্তাবিধি ভেঙে ফারুক আবদুল্লার বাসভবনের ভিতরে ঢুকে পড়েছিল। বাধা না-মেনে ওই ব্যক্তি ভিতরে ঢুকলে গুলি চালান নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী।' ওই পুলিশ আধিকারিকের দাবি, ওই ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি।
advertisement
বাড়ির এই লবিতেই ওই ব্যক্তি ঢুকে পড়ে -- ছবি সৌজন্য: ANI বাড়ির এই লবিতেই ওই ব্যক্তি ঢুকে পড়ে -- ছবি সৌজন্য: ANI
ঘটনার ব্যাপারে টুইটে জানিয়েছেন ফারুক আবদুল্লার ছেলে ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা জানিয়েছেন, 'জম্মুর ভাটিন্ডিতে বাবার বাসভবনে যে ঘটনাটি ঘটেছে জানি। এ ব্যাপারে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। ওই ব্যক্তি বাড়ি ভিতরে ঢুকে পড়েছিল।'
advertisement
এই হত্যার পিছনে ষড়যন্ত্রই দেখছেন গুলিতে মৃত যুবকের বাবা --
advertisement
তবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেরিয়ে যে ভাবে এক অনুপ্রবেশকারী ঢুকে পড়ল ফারুক আবদুল্লার মতো হাইপ্রোফাইল ব্যক্তির বাড়িতে, তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ফাঁকফোকড় নিয়ে উঠছে প্রশ্ন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Farooq Abdullah: ফারুক আবদুল্লার বাড়ির লবিতে অনুপ্রবেশ! পুলিশের গুলিতে মৃত ১
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement