এসিতে বিস্ফোরণ! মেয়েদের হোস্টেল জ্বলছে দাউদাউ...প্রাণ বাঁচাতে দ্বিতীয় তলা থেকে ঝাঁপ ছাত্রীদের!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Greater Noida Girls' Hostel Fire: এসির বিস্ফোরণের পর হোস্টেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কিত ছাত্রীরা প্রাণ বাঁচাতে একের পর এক ঝাঁপ দিচ্ছেন। অভিযোগ উঠেছে, ফায়ার ব্রিগেড দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রেটার নয়ডা: এসির বিস্ফোরণের পর দাউ দাউ করে জ্বলল হোস্টেল, প্রাণ বাঁচাতে দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিলেন ছাত্রীদের, ভিডিও প্রকাশ্যে! এসির বিস্ফোরণের পর হোস্টেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কিত ছাত্রীরা প্রাণ বাঁচাতে একের পর এক ঝাঁপ দিচ্ছেন। অভিযোগ উঠেছে, ফায়ার ব্রিগেড দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়।
সূত্রের খবর, গ্রেটার নয়ডার নলেজ পার্ক-৩ এলাকায় অবস্থিত অন্নপূর্ণা গার্লস হোস্টেলে সন্ধ্যায় ভয়ঙ্কর আগুন লাগে। এসির বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ছাত্রীদের অনেকেই দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হোস্টেলে থাকা ১৬০ জন ছাত্রীকেই উদ্ধার করা হয়েছে। কোনও প্রাণহানির খবর নেই, তবে অনেকেই আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ ও অভিযোগ—
– এসির বিস্ফোরণের পর হোস্টেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
– ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কিত ছাত্রীরা প্রাণ বাঁচাতে একের পর এক ঝাঁপ দিচ্ছেন।
– অভিযোগ উঠেছে, ফায়ার ব্রিগেড দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়।
advertisement
– বর্তমানে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
– হোস্টেলের ফায়ার ডিপার্টমেন্টের এনওসি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
– কোনও গাফিলতি প্রমাণিত হলে হোস্টেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
ফায়ার ব্রিগেডের প্রতিক্রিয়া—
ফায়ার ব্রিগেড অফিসার প্রদীপ কুমার চৌবের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় বাসিন্দারাই সিঁড়ির মাধ্যমে ছাত্রীদের বের করে আনেন। অনেক ছাত্রী দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দেয়, ফলে তারা সামান্য আহত হন।
advertisement
এই ঘটনার পর হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 9:11 AM IST