GPS Problem: ফোনে GPS দেখে ড্রাইভিং করে সব শেষ! ভাঙা সেতু থেকে ৫০ ফুট নীচে নদীতে পড়ল গাড়ি! নিহত ৩

Last Updated:

GPS Problem: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়াগন আর গাড়িটিকে পরে রামগঙ্গা নদী থেকে তোলা হয়৷ চালক এবং গাড়ির আরোহী দুই ভাইকে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে৷

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়াগন আর গাড়িটিকে পরে রামগঙ্গা নদী থেকে তোলা হয়
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়াগন আর গাড়িটিকে পরে রামগঙ্গা নদী থেকে তোলা হয়
বদায়ুঁ : আধুনিক প্রযুক্তির জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের উপর ভরসা করতে গিয়ে প্রাণ হারালেন দুই ভাই-সহ ৩ জন৷ রবিবার এই মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার ডাটাগঞ্জ এলাকার৷ বরেলী থেকে আসা গাড়িটির চালক জিপিএস ম্যাপ দেখে একটি নির্মীয়মাণ সেতুর উপর উঠে পড়েন যান-সহ৷ সকালের কুয়াশাঘেরা সময়ে কিছুদূর এগনোর পর দ্রুতগতিসম্পন্ন গাড়িটি ভাঙা সেতু থেকে ৫০ ফুট নীচে রামগঙ্গা নদীতে পড়ে তলিয়ে যায়৷
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়াগন আর গাড়িটিকে পরে রামগঙ্গা নদী থেকে তোলা হয়৷ চালক এবং গাড়ির আরোহী দুই ভাইকে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে৷ স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে দুর্ঘটনার খবর দেন৷ আঞ্চলিক সার্কল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছরের বর্ষায় বন্যার জলে ধসে পড়ে সেতুর একাংশ৷ কিন্তু জিপিএস-এ সেই তথ্য আপডেট করা হয়নি৷ পরিণামে চালক বিপদ না জেনেই গাড়িটি চালিয়ে সেতুতে ওঠেন৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : গত ছয় দশকেও ঘটেনি, বিধানসভা ভোটে এমনই ঘটনা ঘটল মহারাষ্ট্রে! প্রবল চাপে বিরোধীরা
দুর্ঘটনায় নিহত দুই ভাই বিবেক কুমার এবং অমিত ফারুকাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ মৃত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে৷ নিহতদের পরিজনরা তোপ দেগেছেন প্রশাসনের উপর৷ তাঁদের আর্জি, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কর্তব্যে গাফিলতিতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক৷ প্রশাসনিক আধিকারিক আশুতোষ শিবম বলেন সেতুটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলে বা সেরকম কোনও বোর্ড সেতুর মুখে থাকলে আজ এই দুর্ঘটনা এড়ানো যেত৷
বাংলা খবর/ খবর/দেশ/
GPS Problem: ফোনে GPS দেখে ড্রাইভিং করে সব শেষ! ভাঙা সেতু থেকে ৫০ ফুট নীচে নদীতে পড়ল গাড়ি! নিহত ৩
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement