শেষ মুহূ‍র্তে বদল GST কাঠামোয়, হার কমল সার ও ট্রাক্টরের যন্ত্রাংশে

Last Updated:

শেষ মুহূ‍র্তে বদল হল GST কাঠামোয় ৷ জিসএটি লাগু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সারে GST-র হার কমল ৷

#নয়াদিল্লি: শেষ মুহূ‍র্তে বদল হল GST কাঠামোয় ৷ জিসএটি লাগু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সারে GST-র হার কমল ৷ ১২% থেকে কমে হল ৫% ৷ GST হার কমল ট্রাক্টরের যন্ত্রাংশতেও ২৮% থেকে কমে হল ১৮% ৷ সিদ্ধান্ত GST কাউন্সিলের ৷
ক্রেতাকে একটি পণ্য কিনতে বা পরিষেবা নিতে বর্তমানে একাধিক ট্যাক্স বা কর দিতে হয়। পরিষেবা কর, উৎপাদন শুল্কের মতো কিছু কর নেয় কেন্দ্র। রাজ্যগুলি নেয় সেলস ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, ভ্যাটের মতো কর। আলাদাভাবে না নিয়ে, এক ছাতার তলায় সব করকে আনতেই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা করের জন্ম। অর্থাৎ, ক্রেতা একটি পণ্য কিনলে বা পরিষেবা নিতে চাইলে যে একটিমাত্র কর দেবেন, সেটাই জিএসটি।
advertisement
।১,২১১ টি পণ্যের উপরে কী হারে কর বসবে, তা আগেই নির্ধারণ করেছে জিএসটি কাউন্সিল। বেশির ভাগ পণ্যের ক্ষেত্রেই করের হার রাখা হয়েছে ১৮ শতাংশ বা তার নীচে।
advertisement
এর জেরে যেমন বেশ কিছু পণ্যের দাম যেমন কমতে পারে, তেমনই কিছু বিলাসবহুল দ্রব্যের দাম বাড়তে পারেও বলেও আশঙ্কা করা হচ্ছে । তাই পয়লা জুলাইয়ের আগে কয়েকটি সংস্থা, শপিং মল, ই-কমার্স সাইট গ্রাহকদের আকর্ষণীয় ছাড় দিচ্ছে।
advertisement
কোন জিনিসে দাম বাড়বে আর কমবে তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা বিপুল ছাড় দেওয়া শুরু করেছে স্টক ক্লিয়ার করার জন্য ৷ মূলত টিভি, ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজের মতো বৈদ্যুতিন পণ্যের উপরে মিলছে এই ছাড়।
ফ্রিজ, টিভি এসি, কম্পিউটারের দাম জিওসটি লাগু হলে বাড়তে চলেছে ৷ ফলে প্রথম দিকে এই জিনিসের বিক্রি কমে যেতে পারে তাই পুরনো স্টক যতটা সম্ভব শেষ করতে চাইছে সংস্থাগুলি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শেষ মুহূ‍র্তে বদল GST কাঠামোয়, হার কমল সার ও ট্রাক্টরের যন্ত্রাংশে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement