গান্ধি জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
Last Updated:
গান্ধি জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
#নয়াদিল্লি: আজ মহাত্মা গান্ধির ১৪৮ তম জন্মদিন। দিল্লির রাজঘাটে জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাপুজিকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী-সহ বিশিষ্ট রাজনৈতিক নেতারা। আজ গান্ধিজির মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Delhi: PM Narendra Modi pays tributes to Lal Bahadur Shastri on latter's birth anniversary, at Vijay Ghat. pic.twitter.com/8qUsiVoOSM
— ANI (@ANI) October 2, 2017
advertisement
এদিন সকালে গান্ধিজির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি ট্যুইটে লেখেন, ‘বাপুর জন্মদিনে তাঁর চরণে শত শত প্রণাম। গান্ধিজির মহৎ আদর্শ গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে।’
advertisement
गांधी जयंती पर बापू को शत्-शत् नमन! I bow to beloved Bapu on Gandhi Jayanti. His noble ideals motivate millions across the world. pic.twitter.com/NFUHMLVCxo — Narendra Modi (@narendramodi) October 2, 2017
এছাড়া এদিন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী জন্মজয়ন্তী ৷ তাঁর উদ্দেশ্যেও শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজয়ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানান পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2017 12:08 PM IST