Government Worker: মাসে বেতন ১৩ হাজার, বান্ধবীকে বিরাট ফ্ল্যাট-এক কোটির গাড়ি উপহার সরকারি কর্মীর! কোথা থেকে টাকা এল জানেন?

Last Updated:

Government Worker: ছত্রপতি শম্ভাজিনগর স্পোর্টস কমপ্লেক্স প্রশাসনের থেকে ইন্টারনেট জালিয়াতি করে এই বিপুল টাকা হর্ষ কুমার এবং আরেক চুক্তিভিত্তিক মহিলা কর্মী এবং তাঁর স্বামী হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

কী করলেন এই সরকারি কর্মী?
কী করলেন এই সরকারি কর্মী?
মুম্বই: সরকারের চুক্তিভিত্তিক কর্মী। মাস গেলে ১৩ হাজার টাকা বেতন পান। কিন্তু বিএমডব্লিউ গাড়িতে চড়েন। বান্ধবীকে ৪বিএইচকে ফ্ল্যাটও উপহার দিয়েছেন। তাঁর বিলাসবহুল জীবনযাপন দেখে সকলের চোখ ধাঁধিয়ে যায়। কোথা থেকে আসছে এত টাকা? অবশেষে জানা গেল এই প্রশ্নের উত্তর। অভিযোগ, সরকারের ২১ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন হর্ষ কুমার ক্ষীরসাগর নামের ওই যুবক এবং তাঁর পরিচিত দুই ব্যক্তি। সেই টাকার জোরেই এমন বিলাসব্যাসনে জীবন কাটান তিনি।
ছত্রপতি শম্ভাজিনগর স্পোর্টস কমপ্লেক্স প্রশাসনের থেকে ইন্টারনেট জালিয়াতি করে এই বিপুল টাকা হর্ষ কুমার এবং আরেক চুক্তিভিত্তিক মহিলা কর্মী এবং তাঁর স্বামী হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে হর্ষ পলাতক। বাকি দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, জালিয়াতির টাকায় হর্ষ একটি বিএমডব্লিউ গাড়ি এবং একটি বিএমডব্লিউ বাইক কিনেছিলেন। এয়ারপোর্টের উল্টোদিকের অ্যাপার্টমেন্টে একটি ৪ বিএইচকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন বান্ধবীকে। শুধু তাই নয়, নিউজ 18 মারাঠি-এর প্রতিবেদন অনুযায়ী, শহরের একটি নামি জুয়েলারির শো-রুম থেকে হীরে বসানো চশমারও অর্ডার করেছিলেন হর্ষ।
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্পোর্টস কমপ্লেক্সের নামে ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এই অ্যাকাউন্টেই সরকারি অনুদানের টাকা ঢুকত। লেনদেনের জন্য ডেপুটি স্পোর্টস ডিরেক্টরের সই করা চেকের প্রয়োজন ছিল। অভিযোগ, কমপ্লেক্সের চুক্তিভিত্তিক কর্মী হর্ষ কুমার ক্ষীরসাগর, যশোদা শেট্টি এবং তাঁর স্বামী বি কে জীবন ভুয়ো নথিপত্র তৈরি করে ব্যাঙ্কে দেন। এভাবেই ইন্টারনেট ব্যাঙ্কিং চালু হয়। ব্যস, সরকারি অনুদানের টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতেন ওই তিন কর্মী। প্রায় ৬ মাস পর জালিয়াতি কাণ্ড ডেপুটি ডিরেক্টরের নজরে আসে। হইচই পড়ে যায়। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।
advertisement
তদন্তে জানা গিয়েছে, বিএম ডব্লিউ গাড়ির দাম ১.২ কোটি টাকা। বিএমডব্লিউ বাইকটির দাম ৩২ লাখ টাকা। বিপুল টাকা দিয়ে একটি এসইউভি-ও কিনেছিলেন হর্ষ। পুলিশ ইতিমধ্যেই বিএমডব্লিউ বাইক এবং গাড়িটি বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, অভিযুক্ত ১২টি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন।
শুধু প্রেমিকা নয়, বন্ধুকেও একটি ২ বিএইচকে লাক্সারি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন হর্ষ। গোটা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। জালিয়াতির টাকায় আর কোথাও কোনও সম্পত্তি কেনা হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Government Worker: মাসে বেতন ১৩ হাজার, বান্ধবীকে বিরাট ফ্ল্যাট-এক কোটির গাড়ি উপহার সরকারি কর্মীর! কোথা থেকে টাকা এল জানেন?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement