India Bangladesh Border: সর্বনাশ! ভারত থেকে বাংলাদেশে বাক্সের মধ্যে কী পাচার হচ্ছিল! দেখে আঁতকে উঠল BSF-ও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Bangladesh Border: সীমান্তে পাহারারত ৫৬ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা দেখেন ৩-৪ জন দুষ্কৃতী সন্দেহজনকভাবে কাঁটাতারের দিকে আসছে।
সমীর রুদ্র, নদিয়া: পাচারের ছক বানচাল করে একটি বিলুপ্ত প্রজাতির আফ্রিকান বন্য বিড়াল উদ্ধার করল বিএসএফ। বৃহস্পতিবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্টের ভাটুপাড়ার ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে এই বন্য বিড়ালটি পাচার করার চেষ্টা করছিল।
সেই সময় সীমান্তে পাহারারত ৫৬ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা দেখেন ৩-৪ জন দুষ্কৃতী সন্দেহজনকভাবে কাঁটাতারের দিকে আসছে। জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাদের সহকর্মীদের সতর্ক করে দেন এবং সন্দেহভাজনদের দিকে ছুটে যান।
advertisement
চোরাচালানকারীদের চ্যালেঞ্জ করলে, তারা বাক্সটি ফেলে অন্ধকার এবং পেঁপে বাগানের সুযোগ নিয়ে পালিয়ে যায়। জওয়ানরা কাঠের বাক্সটি বাজেয়াপ্ত করে এবং তল্লাশি করে দেখেন, তাতে একটি আফ্রিকান বন্য বিড়াল রয়েছে।
advertisement
জওয়ানরা বাক্সটি হেফাজতে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বর্ডার আউটপোস্টে নিয়ে আসে এবং উদ্ধার করা বন্য বিড়ালটিকে পুনর্বাসনের জন্য নদিয়া জেলার কৃষ্ণনগর বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 2:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Border: সর্বনাশ! ভারত থেকে বাংলাদেশে বাক্সের মধ্যে কী পাচার হচ্ছিল! দেখে আঁতকে উঠল BSF-ও