Gold Hallmarking: সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র, পুরনো সোনার ভবিষ্যত্ কী?

Last Updated:

পুরনো সোনায় তো হলমার্ক নেই। তা হলে?

সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র। ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়ে দিল, ১৬ জুন থেকেই সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক। এখন প্রশ্ন হচ্ছে, তা হলে পুরনো সোনার ভবিষ্যত্ কী!
পুরনো সোনায় হলমার্ক নেই। তবে তাতে আশঙ্কার কিছু নেই। কারণ হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে সোনা বিক্রেতাদের জন্য। ক্রেতাদের ক্ষেত্রে হলমার্কের কোনও বাধ্যবাধকতা নেই। তা ছাড়া সোনার ঘড়ি, পেন বা কোনও ধরণের শিল্পসামগ্রীর ক্ষেত্রে হলমার্ক না থাকলেও চলবে। পুরনো সোনায় হলমার্ক নেই। তবে তাতে আশঙ্কার কিছু নেই। কারণ হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে সোনা বিক্রেতাদের জন্য। ক্রেতাদের ক্ষেত্রে হলমার্কের কোনও বাধ্যবাধকতা নেই। তা ছাড়া সোনার ঘড়ি, পেন বা কোনও ধরণের শিল্পসামগ্রীর ক্ষেত্রে হলমার্ক না থাকলেও চলবে।
advertisement
প্রথম পর্যায়ে দেশের ২৫৬টি জেলায় সোনা বিক্রির ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গোয়েল। জানুয়ারি মাসে হলমার্ক বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। প্রথম পর্যায়ে দেশের ২৫৬টি জেলায় সোনা বিক্রির ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গোয়েল। জানুয়ারি মাসে হলমার্ক বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।
advertisement
advertisement
প্রথমে জুলাই মাস পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের অনুরোধে আপাতত অগাস্ট পর্যন্ত ছাড় দেওয়া হবে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে ক্রেতারা খাঁটি সোনা হাতে পাবেন। ঠকে যাওয়ার সম্ভাবনাও কমবে। প্রথমে জুলাই মাস পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের অনুরোধে আপাতত অগাস্ট পর্যন্ত ছাড় দেওয়া হবে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে ক্রেতারা খাঁটি সোনা হাতে পাবেন। ঠকে যাওয়ার সম্ভাবনাও কমবে।
advertisement
২০,২৩ ও ২৪ ক্যারেট সোনা হলমার্কের আওতায় পড়বে। যে সব ব্যবসায়ী বা সংস্থার বার্ষিক ব্যবসা ৮০ লাখের কম তাদের ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র। ২০,২৩ ও ২৪ ক্যারেট সোনা হলমার্কের আওতায় পড়বে। যে সব ব্যবসায়ী বা সংস্থার বার্ষিক ব্যবসা ৮০ লাখের কম তাদের ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gold Hallmarking: সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র, পুরনো সোনার ভবিষ্যত্ কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement