হোম /খবর /দেশ /
সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র, পুরনো সোনার ভবিষ্যত্ কী?

Gold Hallmarking: সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র, পুরনো সোনার ভবিষ্যত্ কী?

পুরনো সোনায় তো হলমার্ক নেই। তা হলে?

  • Last Updated :
  • Share this:
সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র। ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়ে দিল, ১৬ জুন থেকেই সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক। এখন প্রশ্ন হচ্ছে, তা হলে পুরনো সোনার ভবিষ্যত্ কী! সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র। ক্রেতা সুরক্ষা মন্ত্রক জানিয়ে দিল, ১৬ জুন থেকেই সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক। এখন প্রশ্ন হচ্ছে, তা হলে পুরনো সোনার ভবিষ্যত্ কী!পুরনো সোনায় হলমার্ক নেই। তবে তাতে আশঙ্কার কিছু নেই। কারণ হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে সোনা বিক্রেতাদের জন্য। ক্রেতাদের ক্ষেত্রে হলমার্কের কোনও বাধ্যবাধকতা নেই। তা ছাড়া সোনার ঘড়ি, পেন বা কোনও ধরণের শিল্পসামগ্রীর ক্ষেত্রে হলমার্ক না থাকলেও চলবে। পুরনো সোনায় হলমার্ক নেই। তবে তাতে আশঙ্কার কিছু নেই। কারণ হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে সোনা বিক্রেতাদের জন্য। ক্রেতাদের ক্ষেত্রে হলমার্কের কোনও বাধ্যবাধকতা নেই। তা ছাড়া সোনার ঘড়ি, পেন বা কোনও ধরণের শিল্পসামগ্রীর ক্ষেত্রে হলমার্ক না থাকলেও চলবে।প্রথম পর্যায়ে দেশের ২৫৬টি জেলায় সোনা বিক্রির ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গোয়েল। জানুয়ারি মাসে হলমার্ক বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। প্রথম পর্যায়ে দেশের ২৫৬টি জেলায় সোনা বিক্রির ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গোয়েল। জানুয়ারি মাসে হলমার্ক বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।প্রথমে জুলাই মাস পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের অনুরোধে আপাতত অগাস্ট পর্যন্ত ছাড় দেওয়া হবে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে ক্রেতারা খাঁটি সোনা হাতে পাবেন। ঠকে যাওয়ার সম্ভাবনাও কমবে। প্রথমে জুলাই মাস পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের অনুরোধে আপাতত অগাস্ট পর্যন্ত ছাড় দেওয়া হবে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে ক্রেতারা খাঁটি সোনা হাতে পাবেন। ঠকে যাওয়ার সম্ভাবনাও কমবে।২০,২৩ ও ২৪ ক্যারেট সোনা হলমার্কের আওতায় পড়বে। যে সব ব্যবসায়ী বা সংস্থার বার্ষিক ব্যবসা ৮০ লাখের কম তাদের ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র। ২০,২৩ ও ২৪ ক্যারেট সোনা হলমার্কের আওতায় পড়বে। যে সব ব্যবসায়ী বা সংস্থার বার্ষিক ব্যবসা ৮০ লাখের কম তাদের ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র।
Published by:Suman Majumder
First published:

Tags: Central government, Gold, Hallmarking, Piyush Goyal