Gokhro Snake: কুলারের পিছনে হিশ-হিশ শব্দ, কাছে যেতেই কেঁপেই উঠলেন পুলিশ, ফণা তুলে বসে গোখরো

Last Updated:

কোটার ইনস্পেক্টর জেনারেলের বাসভবন থেকে উদ্ধার করা হয় একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ।

খোদ পুলিশ কর্তার বাড়িতেই ঘাপটি মেরেছিল সে। নিরাপত্তারক্ষী ঘরে প্রবেশ করতেই ফোঁস করে ওঠে। প্রচণ্ড গরমে সম্ভবত ঠান্ডার খোঁজে এসেছিল, মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজস্থানের কোটা শহরের ঘটনা। কোটার ইনস্পেক্টর জেনারেলের বাসভবন থেকে উদ্ধার করা হয় একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। ওই রাতেই কোটা গ্রামীণ এলাকা থেকেও একটি গোখরো সাপ উদ্ধার হয়। জানা গিয়েছে স্থানীয় বিনায়ক গ্রামে এক গৃহস্থ বাড়ি থেকে ওই সাপ ধরা পড়ে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
কোটার ইনস্পেক্টর জেনারেলের বাসভবনে গোখরোটিকে দেখতে পেয়েছিলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। জানা গিয়েছে, এক পুলিশকর্মী গার্ড রুম থেকে বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পান একটি কালো গোখরো ফণা তুলে বসে আছে। তবে তার নড়াচড়া নেই।
ভয় পেয়ে তিনি ইনচার্জকে খবর দেন। এর পর ডাকা হয় সাপুড়ে গোবিন্দ শর্মাকে। গোবিন্দ শর্মা সাবধানে গোখরো সাপটিকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় বন বিভাগের কর্মকর্তাদেরও।
advertisement
advertisement
গোবিন্দ জানান, পুলিশের ইনস্পেক্টর জেনারেলের বাংলোতে গোখরো সাপ ধরার কিছুক্ষণ পরেই কোটার কাছে বিনায়ক গ্রাম থেকে খবর আসে যে সেখানেও একটি বাড়িতে প্রায় ছ’ফুট লম্বা কালো সাপ ঢুকেছে। আতঙ্কে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। অবিলম্বে সেই গ্রামে পৌঁছে গোখরোটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে বিনায়ক গ্রামে ওই গৃহস্থবাড়ির কুলারের পিছনে বসেছিল সাপটি। এই গোখরো খুব লম্বা এবং বিষাক্ত ছিল।
advertisement
গোবিন্দ শর্মা সাবধানে ৬ ফুট লম্বা কালো গোখরোটিকে ধরেন এবং বন দফতরের কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে উদ্ধার হওয়া সাপ দু’টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়েই সাপ বেরিয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্নেক ক্যাচার গোবিন্দ শর্মা। তিনি বলেন, ‘সাপ দেখলে মেরে ফেলবেন না। বন দফতরে খবর দিন। সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছে সাপ উদ্ধার করা হবে।’
advertisement
তিনি জানা, যতক্ষণ না কোনও প্রাণীকে উত্যক্ত করা হচ্ছে, তারা আক্রমণ করে না। এমনকী সাপও কারও ক্ষতি করে না।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gokhro Snake: কুলারের পিছনে হিশ-হিশ শব্দ, কাছে যেতেই কেঁপেই উঠলেন পুলিশ, ফণা তুলে বসে গোখরো
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement