SIR হেয়ারিংয়ে যাদবপুরের কাটজুনগর হাইস্কুলে পৌঁছলেন দেব৷ যদিও তাঁর পরিবারের কাউকে দেখা যায়নি দেবের সঙ্গে৷ আজ, ১৪ তারিখ, বুধবার, দুপুর ১২:৩০টা নাগাদ হিয়ারিং-এর জন্য পৌঁছে যান অভিনেতা-সাংসদ৷ এর আগেই ৩ বারের সাংসদ দেবকে SIR হেয়ারিংয়ে তলব করার খবরে সুর চড়িয়েছিল শাসকদল৷ অভিযোগ করা হয়েছিল যে সাংসদ-অভিনেতাকে অকারণে হেনস্থা করা হচ্ছে৷ তবে কী কারণে দেব এবং তাঁর পরিবারের সদস্যকে ডাকা হয়েছে তা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন৷ কেন SIR হেয়ারিংয়ে ডাকা হয়েছে দেব-কে, তা জানিয়েছিল নির্বাচন কমিশন৷ এক হ্যান্ডেলে জানানো হয়েছে এনুমারেশন ফর্মে যে অংশে ২০০২-এর সঙ্গে লিঙ্কের উল্লেখ করা কথা ছিল, সেই নির্দিষ্ট অংশটি খালি ছিল দেব এবং তাঁর পরিবারের নথিতে৷ এই কারণেই তাঁদের ডাকা হয়েছে৷ দেব জানিয়েছিল, “কোনও না কোনও কারণে আমি হেডলাইনে থাকছি। আমি পরিষ্কার বলতে চাই, আমি একজন ভারতীয়। আমাদের দেশে যা আইন আছে, আমাকে তা মানতেই হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয়, আমি সেটা ফলো করব। ব্যক্তিগতভাবে আমার এতে বলার কিছু নেই।” ঘাটালে জন্ম দেবের৷ তারপর বাবার কাজের সূত্রে পরিবারের সঙ্গে মুম্বই চলে যান এবং সেখানেই তিনি ছিলেন বহু বছর৷ পরে পশ্চিমবঙ্গে ফিরে এসে সিনেমা জগতে পা রাখেন দেব৷ টলিউডের সুপারস্টার হিরো তিনি৷ খুবই ব্যস্ত৷ এরই পাশাপাশি তিনি তৃণমূলের সাংসদ৷ বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা।
Last Updated: Jan 14, 2026, 13:27 IST


