দিনের এই নির্দিষ্ট সময়ে আর স্নান করা যাবে না গোয়ার সৈকতে

Last Updated:

গোয়া মানেই অফুরন্ত উদ্দীপনা, দেদার মস্তি, নাচা-গানা, খানা-পিনা, ভেসে যাওয়া গভীর নীলে বা একান্তে প্রয়জনের সঙ্গে ৷ সেই গোয়াতেই এবার প্রশাসনের চোখ রাঙানি ৷

#পানাজি: গোয়া মানেই অফুরন্ত উদ্দীপনা, দেদার মস্তি, নাচা-গানা, খানা-পিনা, ভেসে যাওয়া গভীর নীলে বা একান্তে প্রয়জনের সঙ্গে ৷ সেই গোয়াতেই এবার প্রশাসনের চোখ রাঙানি ৷ যার জেরেই বন্ধ হতে চলেছে গোয়ার মায়াময় সমুদ্র সৈকতে স্বচ্ছ নীল-সবুজ জলে নিজেকে মেলে ধরার অনুভূতি ৷ তবে সেটা দিনের নির্দষ্টি একটা সময়েই ৷
সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত আর স্নান করা যাবে না গোয়ার সৈকতে ৷ এবার গোয়াকে ‘সুরক্ষিত’ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে এই পন্থাই গ্রহণ করল সরকার ৷ সম্প্রতি পর্যটন দফতরের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমনকী আইন অমান্য করলে হতে পারে জরিমানাও ৷
পরপর বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে গোয়ার সৈকতে ৷ সেখানে জলে ডুবে মৃত্যু থেকে শুরু করে গণধর্ষণের মতো ঘটনাও বাদ যায়নি ৷ এই সমস্ত ঘটনা স্বাভাবিকভাবেই দাগ ফেলেছে গোয়ার ভাবমূর্তিতে ৷ তাই ড্যামেজ কন্ট্রোলে সমুদ্র সৈকতের নিরাপত্তায় আরও গুরুত্ব দিতে চায় গোয়া প্রশাসন ৷ পাশাপাশি উপকূল নিরাপত্তা বাড়ানোর কথাও ভাবছে পর্যটন দফতর ৷
advertisement
advertisement
গোয়ার পর্যটনমন্ত্রী মনোহর অজগোয়াঙ্কর বৈঠক শেষে বলেন, যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পর্যটন দফতরের তরফে প্রতিটি গুরুত্বপূর্ণ বিচেই নোটিশ জারি করা হবে ৷ নোটিশ বোর্ডে দেওয়া হবে সতর্কবার্তাও ৷ নিয়ম অমান্য করলে জরিমানা দিতে হবে ৷ সৈকতে ড্রাইভ করা এবং মদ্যপান করাও অপরাধ হিসেবে গণ্য করা হবে ৷
advertisement
এছাড়াও সরকারের তরফে উপকূলের নিরাপত্তা বাড়াতে বেসরকারি লাইফগার্ড এজেন্সিকে বরাত দেওয়া হয়েছে ৷ পর্যতকদের সমস্ত ধরনের সুবিধা এবং সুরক্ষা দেবে এই বাহিনী ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দিনের এই নির্দিষ্ট সময়ে আর স্নান করা যাবে না গোয়ার সৈকতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement