দিনের এই নির্দিষ্ট সময়ে আর স্নান করা যাবে না গোয়ার সৈকতে

Last Updated:

গোয়া মানেই অফুরন্ত উদ্দীপনা, দেদার মস্তি, নাচা-গানা, খানা-পিনা, ভেসে যাওয়া গভীর নীলে বা একান্তে প্রয়জনের সঙ্গে ৷ সেই গোয়াতেই এবার প্রশাসনের চোখ রাঙানি ৷

#পানাজি: গোয়া মানেই অফুরন্ত উদ্দীপনা, দেদার মস্তি, নাচা-গানা, খানা-পিনা, ভেসে যাওয়া গভীর নীলে বা একান্তে প্রয়জনের সঙ্গে ৷ সেই গোয়াতেই এবার প্রশাসনের চোখ রাঙানি ৷ যার জেরেই বন্ধ হতে চলেছে গোয়ার মায়াময় সমুদ্র সৈকতে স্বচ্ছ নীল-সবুজ জলে নিজেকে মেলে ধরার অনুভূতি ৷ তবে সেটা দিনের নির্দষ্টি একটা সময়েই ৷
সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত আর স্নান করা যাবে না গোয়ার সৈকতে ৷ এবার গোয়াকে ‘সুরক্ষিত’ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে এই পন্থাই গ্রহণ করল সরকার ৷ সম্প্রতি পর্যটন দফতরের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমনকী আইন অমান্য করলে হতে পারে জরিমানাও ৷
পরপর বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে গোয়ার সৈকতে ৷ সেখানে জলে ডুবে মৃত্যু থেকে শুরু করে গণধর্ষণের মতো ঘটনাও বাদ যায়নি ৷ এই সমস্ত ঘটনা স্বাভাবিকভাবেই দাগ ফেলেছে গোয়ার ভাবমূর্তিতে ৷ তাই ড্যামেজ কন্ট্রোলে সমুদ্র সৈকতের নিরাপত্তায় আরও গুরুত্ব দিতে চায় গোয়া প্রশাসন ৷ পাশাপাশি উপকূল নিরাপত্তা বাড়ানোর কথাও ভাবছে পর্যটন দফতর ৷
advertisement
advertisement
গোয়ার পর্যটনমন্ত্রী মনোহর অজগোয়াঙ্কর বৈঠক শেষে বলেন, যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পর্যটন দফতরের তরফে প্রতিটি গুরুত্বপূর্ণ বিচেই নোটিশ জারি করা হবে ৷ নোটিশ বোর্ডে দেওয়া হবে সতর্কবার্তাও ৷ নিয়ম অমান্য করলে জরিমানা দিতে হবে ৷ সৈকতে ড্রাইভ করা এবং মদ্যপান করাও অপরাধ হিসেবে গণ্য করা হবে ৷
advertisement
এছাড়াও সরকারের তরফে উপকূলের নিরাপত্তা বাড়াতে বেসরকারি লাইফগার্ড এজেন্সিকে বরাত দেওয়া হয়েছে ৷ পর্যতকদের সমস্ত ধরনের সুবিধা এবং সুরক্ষা দেবে এই বাহিনী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিনের এই নির্দিষ্ট সময়ে আর স্নান করা যাবে না গোয়ার সৈকতে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement