#পানাজি: বিয়ের আগে HIV টেস্ট বাধ্যতামূলক৷ সরকারি এই নিয়ম খুব তাড়াতাড়ি লাগু হতে চলেছে গোয়ায়৷ গোয়ার স্বাস্থ্য ও আইনমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন যে সরকারিভাবে এই নিয়ম যত তাড়াতাড়ি সম্ভব তারা চালু করবেন৷ কারণ তারা মনে করছেন যে অনেকেই বিয়ের আগে এই পরীক্ষা করেন না৷ ফলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন দম্পতি৷ সেই থেকে এমন নিয়ম শুরু করতে চায় সরকার৷
আরও পড়ুননাগপুর বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এবার যুক্ত হল RSS-এর ইতিহাস
সামাজিক সচেতনতা থাকলেও, অনেক সময় তা এড়িয়ে যাওয়ার মনোভাব দেখা যায় সাধারণ মানুষের মধ্যে৷ কিন্তু নিয়ম থাকলে তা এড়ানো সম্ভব হবে না৷ বাধ্য হয়েই বিয়ের আগে HIV পরীক্ষা করাতে হবে হবু স্বামী-স্ত্রীকে৷ ইতিমধ্যেই সরকারিভাবে এই আইন আনতে তৎপর হয়েছে গোয়া সরকার৷ প্রস্তাবটি পাঠানো হয়েছে সরকারি দফতরে৷ সিলমোহর পড়ার বাকি৷ তবে শুধু HIV নয় থ্যালাসেমিয়া পরীক্ষাও বাধ্যতামূলক করার কথা ভাবছে গোয়া সরকার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।