Alcohol Museum: একটা জাদুঘর, চারিদিকে মদের নেশা! দেশের প্রথম অ্যালকোহল মিউজিয়াম খোলা হল গোয়ার উপকূলে!

Last Updated:

Feni | Goa: পর্যটকরা এই প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে পরিচিত হবে।

photo source ANI
photo source ANI
#পানাজি: আমরা কতরকম জাদুঘরের (Museum) কথাই না পড়েছি। মমি, জীবাশ্ম, ভাস্কর্য, শিল্পকলা এমনকি কয়েন বা মুদ্রার জাদুঘরও আমাদের জানা। কিন্তু এমন একটি মিউজিয়াম কি ভাবা যায় যেখানে চারিদিকে শুধু মদ আর মদের বোতল? এটাও সম্ভব? ভারতের গোয়াতে এমনই একটি জাদুঘর খোলা হবে যার একমাত্র এবং মূল আকর্ষণ সুরা।
গোয়াতে প্রতিবছরই পর্যটকরা ভিড় জমায়। তাদের এই উপকূলীয় রাজ্যের অভূতপূর্ব সংস্কৃতির ইতিহাসের গল্প শোনাতেই এই প্রচেষ্টা। এই জাদুঘর বানানোর পেছনে রয়েছেন একজন ব্যবসায়ী যিনি নিজে একজন সংগ্রাহক।
গোয়ার অন্যতম পর্যটন কেন্দ্র ক্যান্ডোলিমে এই ‘সুরাঘর’ খোলা হয়েছে। ক্যান্ডোলিম নারকেল ও কাজু দিয়ে তৈরি স্থানীয় মাদক পানীয় ‘ফেনি’র (Feni) জন্য বিখ্যাত।
advertisement
ক্যান্ডোলিমের এই বিশেষ এবং অনন্য জাদুঘরে ১৯৫০-এর দশকের সময়ের পুরনো সুরা, ফেনির শতাব্দী প্রাচীন বোতল, কাচের আসবাব, পুরনো কাঠের ডিসপেনসার এবং মদ পরিমাপের সরঞ্জাম প্রদর্শন করা হবে। পর্যটকরা এই প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে পরিচিত হবে।
advertisement
এই সুরাঘরের প্রতিষ্ঠাতা নন্দন কুড়চাড়কর (Nandan Kudchadkar) সংবাদ সংস্থা ANI-কে বলেন, “এই জাদুঘর শুরুর পেছনে মূল উদ্দেশ্য ছিল গোয়ার সমৃদ্ধ ঐতিহ্য, বিশেষ করে ফেনির ইতিহাস এবং স্থানীয় সংস্কৃতির একটি চিত্র পর্যটকদের সামনে তুলে ধরা।”
advertisement
পেশায় ব্যবসায়ী নন্দন প্রত্ন সংগ্রাহক। তিনি ক্যান্ডোলিমের ক্লাব এলপিকে (LPK)-র মালিক। তিনি আরও বলেন মদ খাওয়ার অভ্যাস বা মদের নেশাকে তিনি প্রশ্রয় দেন না। স্থানীয় পানীয় ‘ফেনি’ তৈরির অনন্য প্রক্রিয়া এবং যারা প্রতিনিয়ত এই সুরা উৎপাদনের পেছনে রয়েছে তাদেরকে বিশ্বমঞ্চে তুলে ধরা এই জাদুঘরের অন্যতম উদ্দেশ্য।
“২০১৬ সালে সরকার ফেনিকে হেরিটেজ ড্রিঙ্ক হিসেবে ঘোষণা করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ কাণন অনেকেই তাদের বিশেষ পানীয়র ঐতিহ্যকে তুলে ধরেছেন যেমন ভদকা বা শ্যাম্পেন,” অ্যালকোহল মিউজিয়ামের প্রধান নির্বাহী (CEO) আরমান্দো দুয়ার্তে (Armando Duarte) বলেন।
advertisement
গোয়ার পানাজি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে উত্তরের সমুদ্র সৈকতে সিনকুরিম এবং ক্যান্ডোলিমের পর্যটন কেন্দ্রের মাঝখানের একটি ব্যস্ত গলিতে অবস্থিত এই সুরাঘর।
জাদুঘরের ওপরে ‘অল অ্যাবাউট অ্যালকোহল’ লেখা বোর্ড দেখেই চিনে নেওয়া যাবে এই সুরাস্থলকে। জাদুঘরের ভেতরে চারটি কক্ষে প্রদর্শিত হবে বিভিন্ন প্রাচীন মাটির পাত্র, রয়েছে ষষ্ঠদশ শতাব্দীর মাদক পরিমাপ যন্ত্র যা ফেনি পরিবেশন করার সময় ব্যবহৃত হয়েছিল। এছাড়াও রয়েছে পুরনো মদের বোতল সহ সুরা পরিবেশনে ব্যবহৃত একটি প্রাচীন কাঠের শট ডিসপেন্সার, ফেনির পরিমাপের জন্য ব্যবহৃত 'গার্ভ' (স্কেল) এবং একটি বিরল অস্ট্রেলিয়ান বিয়ার গ্লাস যা রাশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Alcohol Museum: একটা জাদুঘর, চারিদিকে মদের নেশা! দেশের প্রথম অ্যালকোহল মিউজিয়াম খোলা হল গোয়ার উপকূলে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement