Goa Forward Party Leader Meets Mamata Banerjee: মমতার সঙ্গে বৈঠকে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা! জোট বেঁধে ভোটে? তুঙ্গে জল্পনা

Last Updated:

২০১৭ সালে গোয়ায় সরকার গঠনে বড় ভূমিকা নিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ এই মুহূর্তে গোয়ায় তাদের তিন জন বিধায়ক রয়েছে (Goa Forward Party Leader Meets Mamata Banerjee)৷

মমতার কাছে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা৷
মমতার কাছে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা৷
#পানাজি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন গোয়া ফরওয়ার্ড পার্টির অন্যতম শীর্ষ নেতা বিজয় সরদেশাই (Goa Forward Party Leader Meets Mamata Banerjee)৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া (Mamata Banerjee in Goa) সফরের শেষ দিনে তাঁর সঙ্গে দেখা করেন গোয়া ফরওয়ার্ড পার্টির ওই নেতা৷ গোয়া বিধানসভা নির্বাচনে দুই দলের জোট গঠনের লক্ষ্যেই যে এ দিনের বৈঠক, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন গোয়া ফরওয়ার্ড পার্টির ওই নেতা৷
২০১৭ সালে গোয়ায় সরকার গঠনে বড় ভূমিকা নিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ এই মুহূর্তে গোয়ায় তাদের তিন জন বিধায়ক রয়েছে৷ মমতার গোয়া সফরের আগেই তাঁর প্রশংসা শোনা গিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টির নেতারা৷ তখনই দুই দলের মধ্যে জোট সম্ভাবনা জোরাল হয়েছিল (Goa Forward Party Leader Meets Mamata Banerjee)৷
advertisement
advertisement
গোয়ায় তিন দিনের সফরে গিয়েও বিজেপি-কে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি বিজেপি বিরোধিতায় ব্যর্থ হওয়ায় কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি৷ এ দিনও বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আগে বিজয় সরদেশাই বলেন, 'দু' বছর ধরে আমরা সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট হওয়ার কথা বলে আসছি৷ তখন আমাদের কথা কেউ শোনেনি৷ এখানে তখন তৃণমূল কংগ্রেসও ছিল না৷' গোয়া ফরওয়ার্ড পার্টির ওই নেতার মতে, গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের জোট হলে বিধানসভা নির্বাচনের ফলাফলে চমকে দিতে পারে দুই দল৷
advertisement
যদিও গোয়া ফরওয়ার্ড পার্টির নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷ গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিয়েছেন৷ শেষ পর্যন্ত তৃণমূল গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট বাঁধলে গোয়ার রাজনৈতিক লড়াই আরও জমজমাট হবে৷ কারণ মমতা এ দিনও বলেছেন, বিজেপি- কংগ্রেসের সঙ্গে তৃণমূল কোনও সমঝোতা করে না৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Forward Party Leader Meets Mamata Banerjee: মমতার সঙ্গে বৈঠকে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা! জোট বেঁধে ভোটে? তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement