নয়াদিল্লি উড়ান বন্ধ থাকায় যাত্রীদের কাছ থেকে নেওয়া টিকিটের দাম আবিলম্বে ফেরত দেওয়ার জন্য গো ফার্স্ট বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে আসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ। দেউলিয়া হওয়ার অবস্থায় থাকা বিমান সংস্থা গো ফার্স্টের উড়ান পরিষেবা আগামী ৯ মে পর্যন্ত বন্ধ থাকছে বলে বৃহস্পতিবার বেসরকারি বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন। যদিও ডিজিসিএ সূত্রের খবর, পরিস্থিতি এতটাই সঙ্কটে যে ১৬ মে পর্যন্ত সংস্থার সব উড়ান বন্ধ থাকতে পারে।
বেশ কিছুদিন ধরেই আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে দেশে সস্তায় বিমান পরিষেবা দেওয়া গো ফার্স্টে। মঙ্গলবার হঠাৎ সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ৩, ৪ আর ৫ মে সব উড়ান বন্ধ থাকছে। ওই ঘোষণায় বিপাকে পড়ে যান হাজার-হাজার যাত্রী। আগাম ঘোষণা না থাকায় অনেকেই বিমানবন্দরে পৌঁছে ফ্লাইট বাতিলের কথা জানতে পারেন।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ যাত্রীরা টিকিটের দাম ফেরত দেওয়ার দাবি জানান। কিন্তু সে ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেননি বিমান সংস্থার কর্তৃপক্ষ। ইতিমধ্যে ডিজিসিএ শো কজ করেছে গো ফার্স্ট সংস্থার কর্তৃপক্ষকে। আর বৃহস্পতিবার গো ফার্স্ট বিমান সংস্থাকে চিঠি পাঠিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া টিকিটের দাম ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিসিএ’র নির্দেশের পরেই দেশে সস্তায় বিমান পরিষেবা দেওয়া উড়ান সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন, সোনা-রুপো কেনার কি এখনই সেরা সময়? চট করে জানুন আজকের দর
আরও পড়ুন, পুরীতে মারাত্মক দুর্ঘটনা! সমুদ্রে নামতেই এ কী বিপদ, আতঙ্কিত পর্যটকরাও
ওই বিষয়ে গো ফার্স্টের সিইও কৌশিক খোনা আগেই জানিয়েছিলেন, আপাতত সংস্থার কাছে রয়েছে ২৮টি বিমান। যদিও অর্ধেকের বেশি বিমান অকেজো হয়ে পড়ে রয়েছে ইঞ্জিনের সমস্যায়। যার মূল কারণ, যে কোম্পানি গো এয়ারকে ইঞ্জিন সরবরাহ করার দায়িত্ব নিয়েছিল তাঁরা বেশ কিছুদিন ধরে ইঞ্জিন পাঠানো বন্ধ রেখেছে। যার ফলে এই সিদ্ধান্ত যাত্রী আর সংস্থার স্বার্থেই নেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airlines Refund, DGCA, Flight Rule