কালবুর্গির পর এবার নিশানায় গিরিশ কারনাড

Last Updated:

‘কালবুর্গির মতো দশা হবে কারনাডের’- ঠিক এই ভাষাতেই ট্যুইটারে খুনের হুমকি দেওয়া হল বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাডকে। পুলিশ সূত্রে খবর, ইনটলারেন্ট চন্দ্রা নামে অ্যাকাউন্ট থেকে খুনের হুমকি ট্যুইটটি পোষ্ট করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ।

#নয়াদিল্লি:  ‘কালবুর্গির মতো দশা হবে কারনাডের’- ঠিক এই ভাষাতেই ট্যুইটারে খুনের হুমকি দেওয়া হল বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাডকে। পুলিশ সূত্রে খবর, ইনটলারেন্ট চন্দ্রা নামে অ্যাকাউন্ট থেকে খুনের হুমকি ট্যুইটটি পোষ্ট করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ।
গত মঙ্গলবার টিপু সুলতানের জন্মজয়ন্তী অনুষ্ঠান চলাকালীন বেঙ্গালুরুর কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে টিপু সুলতান করার দাবি জানিয়েছিলেন কারনাড। সেই মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের বিরুদ্ধে কর্ণাটকের বহু জায়গায় হিংস্র প্রতিবাদী আন্দোলন শুরু হয়। বুধবার মান্ডেরিতে সংঘর্ষে মারা যায় ভিএইচপি দলের একজন সমর্থক। পুলিশের চালানো গুলিতে আহত হয় বছর ছাব্বিশের এক যুবক। এরকম উওপ্ত পরিস্থিতিতে গিরিশ কারনাডের এই মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢালে। অশান্তির পরিস্থিতিকে সামাল দিতে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘোষণা করেন- ‘এয়ারপোর্টের নাম পরিবর্তনের কোনও পরিকল্পনা সরকারের নেই। গিরীশ কারনাড যা বলেছেন এটা তাঁর ব্যক্তিগত মতামত। এতে সরকার কোনওভাবে দায়ী নয়।’
advertisement
হিন্দু সমাজ ও ওক্কালিগা কমিউনিটির মনোভাবে আঘাত করার অভিযোগে বেঙ্গালুরুর বিধানসৌধ থানায় গিরিশ কারনাডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের সমাজকর্মী চিনারামু। তাঁর আরও অভিযোগ ছিল যে, গিরিশ কারনাড সামাজিক শান্তি নষ্ট করার চেষ্টা করছেন। বিতর্কের উত্তাপ বাড়তে থাকায় জনসাধারণের কাছে ক্ষমা চান জ্ঞানপীঠ বিজয়ী নাট্যকার গিরীশ কারনাড।
advertisement
প্রতিবেদন: এলিনা দত্ত
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কালবুর্গির পর এবার নিশানায় গিরিশ কারনাড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement