Offbeat: পাগড়ির নীচে পরচুলা দিয়ে ঢাকা টাক বেরিয়ে পড়তেই কনের পরিজনদের কাছে চরম অপদস্থ বর, ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat: প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিয়ের পাগড়ির নীচে পরচুলা দিয়ে টাক ঢাকছিলেন বরবেশী তরুণ
গয়া : বিহারের গয়ায় বিয়ের আসরে পাত্রীর পরিজনদের কাছে অপদস্থ হতে হল বরকে৷ অভিযোগ, মাথায় টাকের কথা তিনি গোপন করেছিলেন৷ টাক ঢাকতে পরচুলা পরে বিয়ে করতে এসেছিলেন তিনি৷ চর্চিত এই বিয়ের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল৷ সেখানে দেখা যাচ্ছে বরবেশী যুবককে অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে৷
মারমুখী জনতার সামনে হাতজোড় করে কাকুতি মিনতি করছেন ওই যুবক৷ তবে তাঁর কথায় শান্ত হননি কনের পরিজনরা৷ জানা গিয়েছে গয়ার ইকবালপুর এলাকার বাসিন্দা ওই যুবক দ্বিতীয় বিয়ে করতে গিয়েছিলেন গয়ার ডোভি থানা এলাকার বাজৌরা গ্রামে৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিয়ের পাগড়ির নীচে পরচুলা দিয়ে টাক ঢাকছিলেন বরবেশী তরুণ৷
advertisement
advertisement
তাঁর আচরণ দেখে সন্দেহ হয় কনের পরিজনদের৷ তাঁরা একটানে বরের মাথা থেকে পরচুলা খুলে ফেলেন৷ সে সময় ওই যুবক করজোড়ে ক্ষমা চাইলেও কোনও লাভ হয়নি৷ কয়েক জন পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিলেও কনেপক্ষ নরম হননি৷
गया में पोल खुलने पर गंजे दूल्हे की जमकर धुनाई, नकली बाल लगाकर दूसरी शादी रचाने पहुंचा था शख्स। डोभी थाना अंतर्गत बजौरा गांव का है मामला। वीडियो सोशल मीडिया पर वायरल।#Gaya #ViralVideo #Bihar #BiharPolice pic.twitter.com/rGgvlkah8z
— Bihar Tak (@BiharTakChannel) July 11, 2023
advertisement
শেষ পর্যন্ত জানা গিয়েছে, শুধু পরচুলা নয়৷ ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছিল বরের বিরুদ্ধে আরও একটি অভিযোগ৷ তিনি প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করতে এসেছেন বলেও অভিযোগ উঠেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 2:43 PM IST