Gautam Gambhir: গৌতম গম্ভীরকে খুনের হুমকি! ফের কাশ্মীর যোগ, কাদের কাছ থেকে থ্রেট পেলেন প্রাক্তন ক্রিকেটার?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জানা গেছে, প্রাক্তন বিজেপি সাংসদ ২২শে এপ্রিল দু’টি হুমকি পেয়েছিলেন৷ দুটিই এসেছিল ইমেলে৷ লেখা ছিল'IKillU' বার্তাটি ছিল।
নয়াদিল্লি: এই গত মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জনের৷ সেই ঘা এখনও দগদগে৷ এরই মাঝে বিজেপি নেতা তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে দেওয়া হল খুনের হুমকি৷
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে ‘আইএসআইএস কাশ্মীর’ নামে কোনও সংগঠনের কাছ থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার পর পরই অবশ্য বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার দিল্লি পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
advertisement
advertisement
রাজিন্দর নগর থানার এসএইচও জানিয়েছেন, হুমকি পাওয়ার পরই এ বিষয়ে এফআইআর দায়ের করেছেন গৌতম গম্ভীর৷
জানা গেছে, প্রাক্তন বিজেপি সাংসদ ২২শে এপ্রিল দু’টি হুমকি পেয়েছিলেন৷ দুটিই এসেছিল ইমেলে৷ লেখা ছিল’IKillU’ বার্তাটি ছিল।
advertisement
গম্ভীর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশ বিষয়টি তাঁদের হাতে নেবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে বলে আশা করা হচ্ছে।
গত মঙ্গলবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ বৈসরন ভ্যালিতে একটি দলে ঢোকে৷ পরে জোড়ায় জোড়ায় ছোট ছোট দলে ভাগ হয়ে ৪০০ মিটারে ছড়িয়ে যায়৷ তারপর জঙ্গিরা একে একে প্রত্যেকটা পর্যটকদের গ্রুপের কাছে যায়. নাম, ধর্ম, বাসস্থান জিজ্ঞাসা করে, তারপর জোর করে ছেলেদের আলাদা করা হয়৷ তারপর তাঁদের একে ৪৭ নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
April 24, 2025 9:57 AM IST