Pahalgam Terror Attack: আজ বাড়ি ফেরার কথা ছিল...ফিরছে গুলিতে ঝাঁঝরা দেহ! বেহালার সমীর গুহের স্ত্রী-মেয়েকে ঠাঁই দিয়েছিল কাশ্মীরি গাড়িচালকই

Last Updated:
ঘটনার পর ট্রমা কাটাতে ইকবাল নিজের বাড়ি নিয়ে যায় শর্বরী ও শুভাঙ্গীকে। এখান থেকে এখন সেনার সহযোগিতায় মৃতদেহ কফিনবন্দি করে কলকাতায় ফেরার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে ভিডিও কলে কথা হয়েছে পরিবারের সঙ্গে।
1/11
বিগত দুই দশকে পর্যটকদের উপরে এমন ভয়াবহ হামলা হয়নি জম্মু ও কাশ্মীরে৷ ঠিক যখন কাশ্মীরের পর্যটন শিল্প আবার নিজের ট্র্যাকে ফিরছে, দলে দলে মানুষ যাচ্ছেন সেখানে বেড়াতে, আর ক’দিন পরেই যেখানে শুরু হবে অমরনাথ যাত্রা, তার কয়েকদিন আগেই এভাবে গুলি করে ২৬ টা প্রাণ কেড়ে নিল জঙ্গিরা৷
বিগত দুই দশকে পর্যটকদের উপরে এমন ভয়াবহ হামলা হয়নি জম্মু ও কাশ্মীরে৷ ঠিক যখন কাশ্মীরের পর্যটন শিল্প আবার নিজের ট্র্যাকে ফিরছে, দলে দলে মানুষ যাচ্ছেন সেখানে বেড়াতে, আর ক’দিন পরেই যেখানে শুরু হবে অমরনাথ যাত্রা, তার কয়েকদিন আগেই এভাবে গুলি করে ২৬ টা প্রাণ কেড়ে নিল জঙ্গিরা৷
advertisement
2/11
জানা গিয়েছে, পর্যটকদের নাম জিজ্ঞেস করে তাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল৷ মহিলাদের ছেড়ে দিয়েছে জঙ্গিরা৷ এক মহিলাকে তো এ জঙ্গি বলেছেও, ‘‘তোকে ছেড়ে দিলাম, মোদিকে বলে দিস৷’’
জানা গিয়েছে, পর্যটকদের নাম জিজ্ঞেস করে তাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল৷ মহিলাদের ছেড়ে দিয়েছে জঙ্গিরা৷ এক মহিলাকে তো এ জঙ্গি বলেছেও, ‘‘তোকে ছেড়ে দিলাম, মোদিকে বলে দিস৷’’
advertisement
3/11
নিহত ২৬ জনের মধ্যে পশ্চিমবঙ্গের ৩ পর্যটকও রয়েছেন৷ তারমধ্যে একজন হলেন বেহালার বাসিন্দা সমীর গুহ।
নিহত ২৬ জনের মধ্যে পশ্চিমবঙ্গের ৩ পর্যটকও রয়েছেন৷ তারমধ্যে একজন হলেন বেহালার বাসিন্দা সমীর গুহ।
advertisement
4/11
সমীর গুহ সল্টলেকে ন্যাশনাল স্যাম্পেল সার্ভার অফিসে কর্মরত ছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারের কর্মী। স্ত্রী শর্বরী এবং মেয়ে শুভাঙ্গী (১২ ক্লাসের আইএসসি পরীক্ষা দিয়েছে) কে নিয়ে ১৬ এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছিলেন ভূস্বর্গ দেখার জন্য। আগামিকাল ২৩ এপ্রিল বাড়ি ফেরার কথা ছিল।
সমীর গুহ সল্টলেকে ন্যাশনাল স্যাম্পেল সার্ভার অফিসে কর্মরত ছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারের কর্মী। স্ত্রী শর্বরী এবং মেয়ে শুভাঙ্গী (১২ ক্লাসের আইএসসি পরীক্ষা দিয়েছে) কে নিয়ে ১৬ এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছিলেন ভূস্বর্গ দেখার জন্য। আগামিকাল ২৩ এপ্রিল বাড়ি ফেরার কথা ছিল।
advertisement
5/11
গত সোমবার রাতেও শ্যালক সুব্রত ঘোষের সঙ্গে কথা হয়। এখান থেকে নিজেদের উদ্যোগে গেলেও ওখানে গিয়ে ইকবাল নামে এক ব্যক্তির গাড়ি ভাড়া করে ঘুরছিলেন। এই চালক ইকবাল প্রথম খবর দেয় সুব্রতর কাছে।
গত সোমবার রাতেও শ্যালক সুব্রত ঘোষের সঙ্গে কথা হয়। এখান থেকে নিজেদের উদ্যোগে গেলেও ওখানে গিয়ে ইকবাল নামে এক ব্যক্তির গাড়ি ভাড়া করে ঘুরছিলেন। এই চালক ইকবাল প্রথম খবর দেয় সুব্রতর কাছে।
advertisement
6/11
ঘটনার পর ট্রমা কাটাতে ইকবাল নিজের বাড়ি নিয়ে যায় শর্বরী ও শুভাঙ্গীকে। এখান থেকে এখন সেনার সহযোগিতায় মৃতদেহ কফিনবন্দি করে কলকাতায় ফেরার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে ভিডিও কলে কথা হয়েছে পরিবারের সঙ্গে।
ঘটনার পর ট্রমা কাটাতে ইকবাল নিজের বাড়ি নিয়ে যায় শর্বরী ও শুভাঙ্গীকে। এখান থেকে এখন সেনার সহযোগিতায় মৃতদেহ কফিনবন্দি করে কলকাতায় ফেরার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে ভিডিও কলে কথা হয়েছে পরিবারের সঙ্গে।
advertisement
7/11
ঝালদার ইন্দ্রজিৎ মণ্ডল-সহ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় রাজ্যের তিন বাসিন্দার মৃত্যু হল৷ গতকালই কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যুর খবর এসেছিল৷ আজ, বুধবার সকালে জঙ্গি হামলায় কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহের মৃত্যু খবর মিলেছে৷ স্ত্রী শর্বরী গুহর সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সমীরবাবু৷
ঝালদার ইন্দ্রজিৎ মণ্ডল-সহ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় রাজ্যের তিন বাসিন্দার মৃত্যু হল৷ গতকালই কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যুর খবর এসেছিল৷ আজ, বুধবার সকালে জঙ্গি হামলায় কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহের মৃত্যু খবর মিলেছে৷ স্ত্রী শর্বরী গুহর সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সমীরবাবু৷
advertisement
8/11
ঝালদার ইন্দ্রজিৎ মণ্ডল-সহ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় রাজ্যের তিন বাসিন্দার মৃত্যু হল৷ গতকালই কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যুর খবর এসেছিল৷ আজ, বুধবার সকালে জঙ্গি হামলায় কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহের মৃত্যু খবর মিলেছে৷ স্ত্রী শর্বরী গুহর সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সমীরবাবু৷
ঝালদার ইন্দ্রজিৎ মণ্ডল-সহ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় রাজ্যের তিন বাসিন্দার মৃত্যু হল৷ গতকালই কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যুর খবর এসেছিল৷ আজ, বুধবার সকালে জঙ্গি হামলায় কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহের মৃত্যু খবর মিলেছে৷ স্ত্রী শর্বরী গুহর সঙ্গে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সমীরবাবু৷
advertisement
9/11
এর পাশাপাশি পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্রেরও গতকালের জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে৷ ঝালদার বাসিন্দা হলেও কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকতেন মণীশরঞ্জন মিশ্র৷ সেখান থেকেই পরিবারকে নিয়ে হায়দ্রাবাদে ঘুরতে গিয়েছিলেন তিনি৷ কেন্দ্রীয় সরকারের আইবি-র অফিসার ছিলেন মণীশ৷
এর পাশাপাশি পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্রেরও গতকালের জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে৷ ঝালদার বাসিন্দা হলেও কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকতেন মণীশরঞ্জন মিশ্র৷ সেখান থেকেই পরিবারকে নিয়ে হায়দ্রাবাদে ঘুরতে গিয়েছিলেন তিনি৷ কেন্দ্রীয় সরকারের আইবি-র অফিসার ছিলেন মণীশ৷
advertisement
10/11
অন্যদিকে সল্টলেকের স্যাম্পেল সার্ভে অফিসে কর্মরত সমীরবাবু স্ত্রী এবং মেয়েকে নিয়ে গত ১৬ এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন৷ আগামিকালই ফেরার কথা ছিল তাঁদের৷
অন্যদিকে সল্টলেকের স্যাম্পেল সার্ভে অফিসে কর্মরত সমীরবাবু স্ত্রী এবং মেয়েকে নিয়ে গত ১৬ এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন৷ আগামিকালই ফেরার কথা ছিল তাঁদের৷
advertisement
11/11
জানা গিয়েছে, আজ রাত সাড়ে আটটা নাগাদ বিমানে কলকাতায় পৌঁছবে বিতান অধিকারী এবং সমীর গুহর দেহ৷ ওই বিমানেই বিতান অধিকারীর স্ত্রী এবং শিশুপুত্র এবং সমীরবাবুর স্ত্রী ও মেয়ে ফিরবেন৷ রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম গোটা বিষয়টি তদারকির জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন৷
জানা গিয়েছে, আজ রাত সাড়ে আটটা নাগাদ বিমানে কলকাতায় পৌঁছবে বিতান অধিকারী এবং সমীর গুহর দেহ৷ ওই বিমানেই বিতান অধিকারীর স্ত্রী এবং শিশুপুত্র এবং সমীরবাবুর স্ত্রী ও মেয়ে ফিরবেন৷ রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম গোটা বিষয়টি তদারকির জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন৷
advertisement
advertisement
advertisement