Ganja: বিরাট রুট, 'পুষ্পা'র পাচার ছক বানচাল করল পুলিশ, যা মিলল, আঁতকে উঠছেন সকলে

Last Updated:

Ganja: অন্ধ্রপ্রদেশ থেকে পাঙ্গিদি পেদান্না নামে এক ব্যক্তিকে এই গ্যাংয়ের নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ কী মিলল!
এ কী মিলল!
হায়দরাবাদ: ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে তেলেঙ্গানা। এই রুটে পাচার করা হত গাঁজা। সেই সূত্রেই হায়দরাবাদ থেকে গাঁজা সরবরাহকারী একটি দলকে পুলিশ গ্রেফতার করেছে। এই গ্যাং গাঁজা সরবরাহের জন্য পুষ্পা সিনেমার সঙ্গে সাদৃশ্য করে পরিকল্পনা করেছিল এবং যাতে সন্দেহ না করে কেউ, সেই কারণেই এই ছদ্মবেশী উপায় ব্যবহার করছিল। টাস্কফোর্সের ডিসিপি চক্রবর্তী গুম্মি জানিয়েছেন, গাঁজা পাচারের অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশ থেকে পাঙ্গিদি পেদান্না নামে এক ব্যক্তিকে এই গ্যাংয়ের নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে। পান্ডনা, সীতারাম, সুবান্না, কৃষ্ণমূর্তি এবং তেজাওয়াত কোটেশ নামে ব্যক্তিদের নিয়ে একটি দল গঠন করে গাঁজা পাচারের কাজ চালানো হচ্ছে। কোটেশ, যিনি আলুরি জেলার সিলেরু এলাকার বাসিন্দা, পরিবহণ আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে ২০২২ সালে একটি ট্রলি কিনেছিলেন। এরপর পুষ্পা সিনেমার মতো মাদুরের নিচে গোপন চেম্বার সাজিয়েছিলেন তিনি। এই চেম্বারে, গাঁজার প্যাকেট রাখা হত এবং কোনও সন্দেহ না করে সরানো হয়।
advertisement
advertisement
এই দলটি ওড়িশা থেকে সিলেরু ডাম্প পয়েন্টে এবং সেখান থেকে পানশালাপাদু রুট হয়ে ওয়ারাঙ্গল, মাহবুবাবাদ এবং সেখান থেকে হায়দরাবাদের ধুলপেটে চলে যায়। এই দলটি ওড়িশার মালকানগিরিতে গাঁজা চাষিদের সঙ্গে হাত মিলিয়েছে এবং সেখান থেকে অবাধে গাঁজা হায়দরাবাদে পাচার করছে। পুলিশ জানিয়েছে, অশোক লেল্যান্ড অটো ট্রলিতে মাদুরের নীচে একটি গোপন চেম্বারে ৮০ কেজি গাঁজা পাচার করছিল। অন্ধ্রপ্রদেশ পুলিশ অপারেশন পার্বর্থন নামে গাঁজা নির্মূলের চেষ্টা করলেও পাচারকারীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে।
advertisement
এর আগে, তেজাওয়াত কোটেশকে ১১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করার মামলায় গোলকুন্ডা থানায় গ্রেফতার করা হয়েছিল। সে দুলা পাতে বজরং সিং এবং রাকেশ সিংয়ের কাছে চাইনিজ প্যাকেটে গাঁজা বিক্রি করত।
বাংলা খবর/ খবর/দেশ/
Ganja: বিরাট রুট, 'পুষ্পা'র পাচার ছক বানচাল করল পুলিশ, যা মিলল, আঁতকে উঠছেন সকলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement