#নয়াদিল্লি: শুক্রবার গোটা দেশে মহাত্মা গান্ধির ১৫১ তম জন্মবার্ষিকী উদযাপন করছে। মোহনদাস করম চাঁদ গান্ধি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা। সত্যগ্রহ ও অহিংসার নীতি অনুসরণ করে বাপু ভারতে স্বাধীনতা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।এই নীতিগুলি সারা বিশ্বের মানুষকে নাগরিক অধিকার এবং স্বাধীনতা আন্দোলনের জন্য অনুপ্রাণিত করে, আজও।
মহাত্মা গান্ধির ১৫১ তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং দেশবাসীকে বাপুর নীতি ও তাঁর সত্য ও অহিংসার পথ অনুসরণ করার প্রতিশ্রুতি নিতে বলেন।
মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, আসুন আমরা সবাই আবার গান্ধি জয়ন্তীর শুভ উপলক্ষে সংকল্প করি যে, আমরা সত্য ও অহিংসার পথ অনুসরণ করে সর্বদা জাতির কল্যাণ ও অগ্রগতির বিষয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাই৷ পরিচ্ছন্ন, সমৃদ্ধ, শক্তিশালী এবং অন্তর্ভুক্ত ভারত তৈরির মাধ্যমে গান্ধিজীর স্বপ্নগুলি উপলব্ধি করার কথা বলেন রাষ্ট্রপতি।
गांधी जयंती के दिन, कृतज्ञ राष्ट्र की ओर से राष्ट्रपिता महात्मा गांधी को श्रद्धा-सुमन अर्पित करता हूं। सत्य, अहिंसा और प्रेम का उनका संदेश समाज में समरसता और सौहार्द का संचार करके समस्त विश्व के कल्याण का मार्ग प्रशस्त करता है। वे संपूर्ण मानवता के प्रेरणा-स्रोत बने हुए हैं।
— President of India (@rashtrapatibhvn) October 2, 2020
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট করেন, গান্ধি জয়ন্তীর দিন আমি জাতির পিতা মহাত্মা গান্ধির প্রতি কৃতজ্ঞ ও সবার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। তাঁর সত্য, অহিংসা এবং ভালবাসার বার্তা সমাজে সম্প্রীতি ও সম্প্রীতির যোগাযোগ করে সমগ্র বিশ্বের কল্যাণের পথ সুগম করে।
We bow to beloved Bapu on Gandhi Jayanti.
— Narendra Modi (@narendramodi) October 2, 2020
There is much to learn from his life and noble thoughts.
May Bapu’s ideals keep guiding us in creating a prosperous and compassionate India. pic.twitter.com/wCe4DkU9aI
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধিকে স্মরণ করে বলেন যে, বাপুর জীবন এবং দুর্দান্ত ধারণা থেকে অনেক কিছু শেখার আছে। তিনি লিখেছেন, আমরা গান্ধি জয়ন্তী উপলক্ষে প্রিয় বাপুকে সালাম জানাই। তাঁর জীবন এবং দুর্দান্ত ধারণা থেকে অনেক কিছু শেখার আছে। সমৃদ্ধ ও মমতাময়ী ভারত গঠনে বাপুর আদর্শ আমাদের পরিচালনা অব্যাহত রাখবে।
गांधी जी के असाधारण व्यक्तित्व व साधनापूर्ण जीवन ने विश्व को शांति, अहिंसा और सद्भाव का मार्ग दिखाया।
— Amit Shah (@AmitShah) October 2, 2020
स्वदेशी के उपयोग को बढ़ाने के उनके स्वप्न को पूर्ण करने के लिए आज पूरा देश मोदी जी के आत्मनिर्भर भारत के संकल्प के साथ स्वदेशी को अपना रहा है।
गांधी जयंती पर उन्हें कोटिशः नमन। pic.twitter.com/C3EkO2PBjr
মহাত্মা গান্ধিকে প্রণাম জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ এই বিশেষ অনুষ্ঠানে তিনি ট্যুইট করেছেন, গান্ধিজির অসাধারণ ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক জীবন বিশ্বকে শান্তি, অহিংসা এবং সম্প্রীতির পথ দেখিয়েছিল। স্বদেশীর ব্যবহার বাড়ানোর তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ মোদি জি-র স্বনির্ভর ভারতের সংকল্প নিয়ে পুরো দেশ স্বদেশী ভাবধারা গ্রহণ করছে।
Delhi: Congress leader Ghulam Nabi Azad and Union Minister Gajendra Singh Shekhawat pay tribute to #MahatmaGandhi at Raj Ghat on his birth anniversary today. pic.twitter.com/ptmPEF3wRY
— ANI (@ANI) October 2, 2020
রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদও রাজঘাটে গিয়ে বাপুর প্রতি শ্রদ্ধা জানান।
Delhi: Sons of former PM #LalBahadurShastri, Sunil Shastri and Anil Shastri pay tribute at Vijay Ghat on his birth anniversary today. pic.twitter.com/79lYgesyH8
— ANI (@ANI) October 2, 2020
একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও আজ জন্মবার্ষিকী রয়েছে। লাল বাহাদুর শাস্ত্রীর পুত্র এবং পরিবার বিজয় ঘাটে গিয়ে তাকে শ্রদ্ধা জানাতে যান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gandhi Jayanti, Ram Nath Kovind