ISRO Mission Gaganyaan: ২০২৫তে ৩ দিনের মিশনে যাবে মানুষ! কিন্তু সেই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপে আজ পড়ল বাধা

Last Updated:

ISRO Mission Gaganyaan: গগনযান মিশনের লক্ষ্য ২০২৫ সালে তিন দিনের মিশনে মানুষকে ৪০০ কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবীর কক্ষপথে পাঠানো এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। এমন পরিস্থিতিতে, ক্রু মডিউল সহ পরীক্ষামূলক যান মিশন পুরো গগনযান প্রোগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷

ইসরোর (ISRO) আরও একটি উচ্চাভিলাষী মহাকাশ প্রজেক্ট গগনযান মিশন (Gagnayaan Mission)- Photo- ISRO/Twitter
ইসরোর (ISRO) আরও একটি উচ্চাভিলাষী মহাকাশ প্রজেক্ট গগনযান মিশন (Gagnayaan Mission)- Photo- ISRO/Twitter
শ্রীহরিকোটা :  ইসরোর (ISRO) আরও একটি উচ্চাভিলাষী মহাকাশ প্রজেক্ট গগনযান মিশন (Gagnayaan Mission)৷ এতে মানুষ ছাড়া মহাকাশে ওড়ার প্রজেক্টটি এই মুহূর্তে রদ করে দেওয়া হয়েছে৷ যান্ত্রিক কোনও গোলযোগের কারণে এই গগনযান মিশন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে৷ ইসরো প্রধান এস সোমনাথ এই তথ্য সামনে এনে বলেছেন, ‘‘আমাদের দেখতে হবে কোথাও গড়বড় হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব৷’’
এই শনিবার সকাল ৮ টায় ক্রু মডিউল (যাতে স্পেস ক্রাফট সওয়ার হয়) আর চালকবিহীণ প্রণালী থেকে প্রথম রকেট উৎক্ষেপণ হওয়ার কথা ছিল৷  এরপর ফের পরীক্ষার জন্য ডি ১ মিশনের জন্য লঞ্চ প্যাড প্রক্ষেপণের সময়ে বদল এনে সাড়ে আটটায় করে দেওয়া হয়েছিল৷ তবে সময় কেন বদল করা হয়েছিল তার কারণ সরকারিভাবে জানানো হয়নি৷ কিন্তু সূত্রের খবর বৃষ্টি ও মেঘের কারণে এই পরিবর্তন করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement
সময়ের বদলের ঘোষণার পরেই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার মনিটরে কাউন্ট ডাউনের ঘড়ি সরিয়ে দেওয়া হয়৷ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ১৩ ঘণ্টা রিভার্স কাউন্টডাউনে ছিল৷ পরীক্ষার মহাকাশযান মিশনের উদ্দেশ্য হল গগনযান মিশনে ভারতীয় মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য ক্রু মডিউল এবং ক্রু রেসকিউ সিস্টেমের নিরাপত্তা পরামিতিগুলি রিসার্চ করে দেখা হয়৷
advertisement
গগনযান মিশনের লক্ষ্য ২০২৫-র তিন দিনের মিশনে মানুষকে ৪০০ কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবীর কক্ষপথে পাঠানো এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। শনিবার, ইসরো- ISRO তার পরীক্ষামূলক যান – ডেমোনস্ট্রেশন (TV-D1), একটি একক-পর্যায়ের তরল প্রপেলেশন রকেটের সফল উৎক্ষেপণের চেষ্টা করবে। ক্রু মডিউল সহ এই পরীক্ষামূলক যান মিশন সামগ্রিক গগনযান প্রোগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
advertisement
শুক্রবার ISRO নিজেদের আধিকারিক ওয়েবসাইটে তথ্য দিয়েছিল ‘২১ অক্টোবর সকাল ৮ টায় TV-D1 পরীক্ষামূলক ফ্লাইটের কাউন্টডাউন শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হয়েছে।’ ISRO জানিয়েছে যে এই পরীক্ষামূলক ফ্লাইটের সাফল্য স্থগিত রয়েছে। পরীক্ষা এবং মনুষ্যবিহীন মিশনের ভিত্তি স্থাপন করা, যা প্রথম গগনযান কর্মসূচির সূচনাকে চিহ্নিত করার কথা ছিল৷
‘ক্রু মডিউল’ হল রকেটের পেলোড, এবং এটি পৃথিবীর মতো পরিবেশ সহ মহাকাশে নভোচারীদের জন্য বাসযোগ্য স্থান। এটি একটি চাপযুক্ত ধাতব ‘অভ্যন্তরীণ কাঠামো’ এবং ‘তাপ সুরক্ষা ব্যবস্থা’ সহ একটি চাপবিহীন ‘বাহ্যিক কাঠামো’ নিয়ে তৈরি হওয়া একটি ইউনিট৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISRO Mission Gaganyaan: ২০২৫তে ৩ দিনের মিশনে যাবে মানুষ! কিন্তু সেই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপে আজ পড়ল বাধা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement