G20 Summit: ফের ‘ইন্ডিয়া’র পরিবর্তে লেখা ‘ভারত’! G20-তে প্রধানমন্ত্রীর সামনে লেখা দেশের নাম ঘিরে বিতর্ক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রীর পোডিয়ামে ‘ইন্ডিয়া’র পরিবর্তে লেখা ‘ভারত’। তবে কী দেশের নাম বদলে ফেলতে চাইছে বিজেপি সরকার? এই নিয়ে ফের একবার জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
নয়াদিল্লি: শুরু হয়ে গেল G20 অধিবেশন। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই অধিবেশনের। তবে G20 অধিবেশন শুরু হওয়ার পরেই ফের একবার উঠে এল দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে ‘ভারত’ হওয়া নিয়ে বিতর্ক। প্রধানমন্ত্রীর পোডিয়ামে ‘ইন্ডিয়া’র পরিবর্তে লেখা ‘ভারত’। তবে কী দেশের নাম বদলে ফেলতে চাইছে বিজেপি সরকার? এই নিয়ে ফের একবার জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
G20 অধিবেশনের নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র জায়গায় লেখা ছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’। দেশের রাষ্ট্রপতির অন্যান্য দেশের নেতা মন্ত্রীদের পাঠানো আমন্ত্রণপত্রে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ লেখা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল। আজ G20-র মঞ্চে প্রধানমন্ত্রীর পোডিয়ামের সামনে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ লেখা নিয়ে আরও একবার দেশের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক শুরু হল।
advertisement
advertisement
দেশের রাষ্ট্রপতির পাঠানো আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার বদলে ভারত লেখার পর থেকেই সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছিল বাকবিতণ্ডা। বিজেপি নেতারা এই নাম বদলকে সমর্থন জানান। বিনোদন এবং ক্রীড়া জগতের বহু তারকাও ‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’ বিতর্কে নিজেদের মতামত জানিয়েছেন।
advertisement
অবশ্য G20 অধিবেশনের বিভিন্ন ক্ষেত্রে দেশের নামের জায়গায় ‘ইন্ডিয়া’ না লিখে ‘ভারত’ লেখা নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন বিরোধীরা। প্রসঙ্গত, বিজেপি বিরোধী দলগুলি যে জোট তৈরি করেছে তার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’(I.N.D.I.A)। বিরোধীদের দাবি, এই জোটের গুরত্ব কমাতেই দেশের নাম ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ করতে চাইছে কেন্দ্র সরকার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 1:57 PM IST