Crime News: ঝগড়ার পরিণতি মৃত্যু! লিভ ইন পার্টনারের বুকে চাকু বসালেন তরুণী, ঘটনা জানলে শিউরে উঠবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
লিভ ইন পার্টনারকে হত্যার অভিযোগ উঠে এল এক তরুণীর বিরুদ্ধে৷
বেঙ্গালুরু: লিভ ইন পার্টনারকে হত্যার অভিযোগ উঠে এল এক তরুণীর বিরুদ্ধে৷ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে৷ জানা গিয়েছে তরুণীর নাম রেণুকা(২৪) ও মৃত যুবকের নাম জাভেদ(২৯)৷
বেঙ্গালুরু পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হুলিমাভু থানার অন্তর্গত অক্ষয়নগরে একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকতেন রেণুকা এবং জাভেদ৷ কিন্তু সম্প্রতি একটি বিষয়ে দুজনের মধ্যে কিছু মতান্তর দেখা দেয়৷ সমস্যা ঝগড়ার রূপ নেয়৷ অভিযোগ সেই ঝগড়া এত বড় আকার ধারণ করে যে নিজের সহবাস সঙ্গীর ওপর চাকু নিয়ে চড়াও হয় রেণুকা৷ চাকু গিয়ে লাগে জাভেদের বুকে৷ পরে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় জাভেদের৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, আক্রমণকারী ওই মহিলার নাম রেণুকা, বয়স ২৪ বছর৷ রেণুকা বেলগাভির বাসিন্দা৷ অন্যদিকে মৃত জাভেদ কেরালার বাসিন্দা৷ তথ্য অনুযায়ী, দুজনেই মোবাইল ফোন মেরামত করতেন এবং সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকতেন।
সূত্রের খবর, দুজনের মধ্যে সম্পর্ক ভাল ছিল না, প্রায়ই ঝগড়া হতো। এই ঘটনার ঠিক আগেও কোনও একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়৷ যার শেষ পরিণতি এই হত্যাকাণ্ড।
advertisement
এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে রেণুকাকে গ্রেফতার করেছে। ঘটনার বিষয়ে অন্যান্য তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 3:27 PM IST